বঙ্গবন্ধুর হত্যা দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালনে সজীব ওয়াজেদের ফেসবুক স্টাটাস
By Sajeeb Wazed
71,095 likes · 19,029 talking about this
Today I remember my family who
were murdered; my Nana, Nani, uncles and their wives. One of my earliest
memories is of annoying my Uncle Russell. He was only a few years older than me
and I would steal one of his toys and run and hide behind by Nani. He would
chase me and my Nani would scold him, making him cry. I was 4 years old and he
was 10.
It is also really sad that Khaleda Zia choses to spend her birthday on this day every year. She has several different birthdays listed on various official documents, none of which is August 15th. What kind of person does this?
আজ আমি স্মরণ করি আমার পরিবারের সদস্যদের যাদের হত্যা করা হয়েছে; আমার নানা, নানী, মামারা এবং তাঁদের স্ত্রীগণকে। সবচেয়ে পুরনো স্মৃতি হলো আমার রাসেল মামাকে জ্বালানোর স্মৃতিটি। তিনি আমার চেয়ে অল্প কয়েক বছরের বড় ছিলেন এবং আমি তাঁর খেলনা চুরি করে নিতাম এবং দৌড়ে নানীর আড়ালে লুকাতাম। তিনি আমার পিছু তাড়া করতেন এবং আমার নানী তাঁকে ধাতান দিতেন, যা তাঁকে কাঁদাতো। আমি ছিলাম ৪ বছর বয়সী এবং তিনি ছিলেন ১০ বছরের।
এটি সত্যিই দুঃখজনক যে খালেদা জিয়া প্রতি বছর এইদিনে তার জন্মদিন পালন করতে পছন্দ করে। বিভিন্ন দাপ্তরিক নথিতে তার তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন জন্মদিন আছে, যার কোনটিই ১৫ই আগস্ট নয়। কি ধরনের ব্যক্তি এটি করতে পারে?
সূত্র: Sajeeb Wajed Joy
No comments:
Post a Comment