কানাডার নারী সাংবাদিকের কাণ্ড!
আশিস বিশ্বাস, ২৯ আগস্ট ২০১৩
ঢাকা:
পৃথিবীতে দেশ-জাতি-ভেদে
একেক ধরনের সংস্কৃতি, আচার, ব্যবহার, ভাবতে গেলে অবাকই হতে হয়। মানুষের যে কত রকম স্বাধীনতার ইচ্ছে জাগে, এটি না জানলে বিশ্বাস করাই কঠিন হতো।
২৫
আগস্ট ছিল ‘গো টপলেস ডে’ (Go Topless Day) অর্থাৎ নগ্নবক্ষ দিবস। কানাডায় নারী-পুরুষ যে কেউই নগ্নবক্ষে চলাফেরা
করতে পারেন। তাতে আইনগত বাধা নেই।
তবে সেটাকে ভদ্রজনোচিত
ভাবা হয় না। পুরুষদের নগ্ন বক্ষে
দেখলে কেউ আপত্তি না করলেও নারীরা নগ্নবক্ষে ঘোরাফেরা করলে অনেক পুরুষই
ক্ষিপ্ত হয়ে পুলিশ ডাকতে পারেন। এতে
অনেক বিপত্তি
ঘটে যেতে পারে নারীর।
তারপরও
থেমে নেই নারী কিংবা পুরুষ। এবার
২৫ আগস্ট গো টপলেস ডে-তে
নারী-পুরুষ নগ্নবক্ষে র্যালি করেছেন। পরস্পরের ছবি তুলেছেন। কেউ ভিডিও করেছেন। বাদ
যাননি পথচারী কিংবা প্রাইভেটকার আরোহীরাও। তারাও ক্যামেরায় ছবি তুলেছেন, ভিডিও করেছেন। ছেলেরা খালি গায়ে ছিলেন। মেয়েরাও তাই। তবে ছেলেদের কেউ কেউ মেয়েদের বক্ষবন্ধনী ব্যবহার করেছেন।
সাংবাদিকদের
প্রশ্নের জবাবে তারা বলেছেন, ‘আমরা বাক স্বাধীনতা চাই। লেখার স্বাধীনতা চাই। আমরা সব ধরনের স্বাধীনতা চাই। নারী-পুরুষের সমান স্বাধীনতা চাই।’
সবচেয়ে
মজার ব্যাপার হচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে নগ্নবক্ষে তুলে ধরেছেন
কানাডার এক নারী সাংবাদিক;নারী-পুরুষের সম-স্বাধীনতার দাবিতে। তাও আবার যার-তার সামনে নয়, খোদ মেয়রের সামনে।
ঘটনাটি
ঘটে ২৫ আগস্ট কানাডার ভ্যানকুভার রাজ্যে। এবিসি নিউজ পেপারের কলামনিস্ট ও রেডিও হোস্ট লোরি ওয়েলবারনি কেলোউনা
শহরের সিটি হলে
মেয়র ওয়াল্টার গ্রে-র কাছে জানতে চান, কোনো নারী যদি নগ্নবক্ষে এ শহরে চলাফেরা
করে তাহলে কী হতে পারে? এর পর পরই উত্তর শোনার জন্য লোরি
মেয়েরের হাতে মাইক্রোফোন ধরিয়ে দেন। মাইক্রোফোন হাতে নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই উত্তর দিতে শুরু
করলেন মেয়র ওয়াল্টার যে, কানাডায় নগ্নবক্ষে চলাফেলায় আইনগত বাধা নেই। তবে ক্ষুব্ধ কেউ হয়ত পুলিশকে খবর দিতে
পারে।
লোরি
পাল্টা প্রশ্ন করেন, ঠিক আছে। কিন্তু
এখানে নগ্নবক্ষ হলে তা
নিশ্চয়ই আপনি করবেন না। কী
বলেন? প্রশ্ন
করার পরই সাংবাদিক লোরি তার বুকের ওপর থেকে পোশাক খুলে ফেলেন ও স্বাচ্ছন্দ্যে প্রশ্ন করতে
থাকেন।
মেয়র
অপ্রস্তুত হয়ে বলেন, না, না, না। এটা হতে পারে না। কিন্তু
কিছুই করার ছিল না বেচারা মেয়র ওয়াল্টারের! সবকিছু অস্বস্তির সঙ্গেই হজম করতে হয়েছে তাকে। কারণ, তখন দুই পাশে দুইজন ক্যামেরা ক্রু ইন্টারভিউ
অনুষ্ঠানটি ভিডিও রেকর্ড করছিলেন।
উল্লেখ্য, মার্কিন যু্ক্তরাষ্ট্রে বিভিন্ন
সংগঠন ও ব্যক্তি
নারী-পুরুষের সমান স্বাধীনতা রক্ষায় ২০০৭ সাল থেকে ২৫ আগস্টকে
‘গো টপলেস ডে’ পালন করে আসছে। এটি
মূলত ১৯২০ সালের ২৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করেন। তখন থেকে ২৬ আগস্টকে
‘উইমেনস ইক্যুয়ালিটি ডে’ বা নারীর সমতা দিবস (Women’s Equality Day)হিসেবে পালন করে আসছেন। এখন সেটি ২৫ আগস্ট Go Topless Day হিসেবে পালিত হচ্ছে।
সরাসরি
ইন্টারভিউ পড়তে ও ভিডিও ক্লিপটি দেখতে ক্লিক করুন:
http://www.ottawacitizen.com/news/Newspaper+columnist+goes+topless+interview+with+Kelowna+mayor/8830005/story.html
অথবা- http://www.vancouversun.com/videos/local/video.ht
No comments:
Post a Comment