Saturday, August 31, 2013

অনলাইনে বাংলানিউজ বিপ্লব


       
 

মাহমুদ মেনন, হেড অব নিউজ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনলাইনে মানুষ সংবাদ পড়বে! এমন বিষ্ময়সূচক বাক্যবাণে জর্জরিত হওয়ার মধ্যদিয়ে বাংলাদেশে অনলাইন নিউজপোর্টালের যাত্রা শুরু হয়েছিলো ২০০৪ সালেপ্রথিতযশা সাংবাদিক আলমগীর হোসেন শুরু করেছিলেন এই সাহসী পথচলাএরপর কেটে গেছে প্রায় এক দশকচড়াই-উড়াই পেরিয়ে এখন তার হাতেই পরিচালিত হচ্ছে দেশের প্রধানতম অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এখন এই অনলাইনই প্রতিদিন সৃষ্টি করছে নতুন নতুন বিষ্ময়অনলাইনেই খবর পড়তে পছন্দ করছে মানুষএবং বলা যায়, এখন অনেকের সংবাদ ‍জানার একমাত্র উপায় অনলাইন

প্রতিদিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম এই পাঠক তৈরি করছেগড়ছে নতুন রেকর্ডএবং নিজেই নিজের রেকর্ড ভাঙছে

আন্তর্জাতিক প্রতিষ্ঠান অ্যালেক্সা.কম(alexa.com) এর হিসেবে বাংলাদেশ থেকে ব্রাউজ করা হয় এমন যে কোনো অনলাইন সংবাদমাধ্যমের মধ্যে প্রথম বাংলানিউজআর বাংলাদেশ থেকে যত অনলাইন ব্রাউজ করা হয় তার প্রথম সাতটির মধ্যে ষষ্ঠ অবস্থানে থেকে একমাত্র সংবাদমাধ্যম হিসেবে স্থান করে নিয়েছে বাংলানিউজএই তালিকায় প্রথম অবস্থান ফেসবুকেরএরপর যথাক্রমে গুগল.কম.বিডি, গুগল.কম, ইউটিউব, ইয়াহুবাংলানিউজের পরে সপ্তম অবস্থানে ব্লগস্পট.কম

আন্তর্জাতিক অপর এক হিসেবে এখন দৈনিক বাংলানিউজ ওয়েব পোর্টালের পেজভিউ ৯ কোটি (৯০ মিলিয়ন)সংখ্যায় লিখলে তা দাঁড়াবে ৯০,০০,০০,০০আর অ্যালেক্সার হিসেবে প্রতি ব্যক্তি পাঠক বাংলানিউজে ঢুকে ৫.৫০টি পেজভিউ করেনসে হিসেবে বাংলানিউজের ব্যক্তি পাঠকের সংখ্যা প্রতি ২৪ ঘণ্টায় ১ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার ৬৩৬ জন

গুগল অ্যানালিটিকস জানাচ্ছে বাংলানিউজের মোট পাঠকের ৬২.৫ ভাগ দেশের অভ্যন্তরেরবাকি ৩৭.৫ ভাগ দেশের বাইরের পাঠকএই হিসেবে দেশের ভেতরে মোট পাঠকের সংখ্যা ১ কোটি ০২ লাখ ২৭ হাজার ২৭২ জনইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের তথ্যমতে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ৯০ লাখসে হিসেবে দেশের মোট নেটিজেনের ৩৫.২৬ শতাংশ বাংলানিউজের পাঠকগুগলের হিসাবে প্রতিমূহূর্তে বাংলানিউজে ১৬ শতাংশ নতুন পাঠক আকৃষ্ট করেআর পুরোনো পাঠক বাংলানিউজে থাকেন ৮৪ শতাংশ

অ্যালেক্সা ও গুগল অ্যানালিটিকসের এই হিসাব আন্তর্জাতিক মানেরঅ্যালেক্সা বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যামাজন.কম এর সিস্টার কনসার্নএই অ্যামাজন অনলাইন জগতে নিজের শ্রেষ্ঠত্বের জায়গায় চলে আসছেঅতি সম্প্রতি বিশ্বখ্যাত সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট কিনে নিয়েছে এই প্রতিষ্ঠানটি

উপরের পরিসংখ্যান ও তথ্য বাংলানিউজকে দেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদমাধ্যম হিসেবে উপস্থাপন করেতবে এই তথ্য বাংলানিউজকে কতগুলো শ্রেষ্ঠত্বের স্থানও দেয়একমাত্র বাংলানিউজেরই দেশের বাইরে ৩৫ শতাংশ পাঠক রয়েছেবাংলাদেশের অধিকাংশ সংবাদমাধ্যমই তার কনটেন্ট নিয়ে দেশের বাইরে অবস্থানকারী একটি বিশাল জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে না যাদের কাছে বাংলানিউজ একটি ভরসার স্থান তৈরি করতে পেরেছেবিশ্বের ১৯৭ টি দেশ থেকে বাংলানিউজটোয়েন্টিফোর.কম ব্রাউজ করা হয়এর মধ্যে বাংলাদেশের পরে প্রথম ১০টি হচ্ছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদিআরব, অস্ট্রেলিয়া, কানাডা, ইটালি, ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া১৯৭টি দেশের মধ্যে জিবুতি, ফেরোআয়ল্যান্ড, গিনিবিসাউ, কোনোআয়ল্যান্ড, ফেঞ্চপলিনেশিয়া, শাদ ও ভানুয়াতুর মতো দেশগুলো থেকেও বাংলানিউজ ব্রাউজ করা হয়এই পাঠকরাই বাংলানিউজের গর্ববাংলাদেশের অভ্যন্তরে যেখানে ইন্টারনেট পৌঁছেছে সেখানেই রয়েছে বাংলানিউজের পাঠক

কেন এই জনপ্রিয়তা? এ প্রশ্ন পাঠকমাত্রই স্বাভাবিকউত্তর একটাই, বাংলানিউজ এটা অর্জন করতে চেয়েছে তাই পেরেছেলক্ষ্যটি সুস্থির ছিলোফলে এগিয়ে যেতে কষ্ট হয়নিনেতৃত্ব সম্পূর্ণ কোন্দলমুক্তদলনেতা নিজেও একজন কর্মী২৪ ঘণ্টার এই মিডিয়ায় সবাই ২৪ ঘণ্টার কর্মী

যা কিছু সংবাদ তাই স্থান পায় বাংলানিউজের ক্যানভাসেকোন খবরের কতজন পাঠক আছে তা নয়, খবরটিই বাংলানিউজের কাছে গুরুত্ব পায়অতি প্রত্যন্ত অঞ্চলের খবর যেমন এতে স্থান পায়, কসমোপলিটন শহরের শততলার ওপরের খবরটিও বাদ দেওয়া হয় নাআর যার খবর প্রকাশিত হয় তিনি তো তা পড়তে চাইবেনইসে কারণেই বাংলানিউজ পাঠকের কাছাকাছি

বাংলানিউজের প্রায় শতভাগ খবরই অরিজিনাল কনটেন্টআন্তর্জাতিক কিছু খবর অন্য সংবাদমাধ্যম থেকে নিয়ে অনুবাদ করা ছাড়া অন্য সবখবরই বাংলানিউজের নিজস্ব উপাদন ও নিজস্ব সম্পদ


বাংলানিউজ কোনো উপজাত (বাইপ্রোডাক্ট) মিডিয়া নয়শতভাগ স্বতন্ত্র একটি সংবাদমাধ্যমএর প্রতিটি খবরে বা খবর ধর্মী আধেয়তে এর কর্মীদের মেধা ও শ্রমের প্রয়োগ রয়েছেকাট-কপি-পেস্ট সাংবাদিকতা থেকে বাংলানিউজ নিজেকে সুষ্পষ্ট দূরত্বে রাখে

বাংলানিউজ তার কেন্দ্রীয় অফিসে দেড় শতাধিক কর্মীর টিম ও সবগুলো জেলায় নিজস্ব জেলা প্রতিনিধি, গুরুত্বপূর্ণ সবগুলো উপজেলায় নিজস্ব প্রতিনিধি দিয়ে টাটকা-তাজা খবর সংগ্রহ ও পরিবেশন করে দিনরাত চব্বিশ ঘণ্টাচট্টগ্রাম, সিলেটে রয়েছে নিজস্ব ব্যুরো কার্যালয়বিশ্বের প্রধান প্রধান নগরীতে রয়েছে বাংলানিউজের নিজস্ব প্রতিনিধিদ্বিতীয় বৃহত্তম পাঠকের দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্বগুগল অ্যানালিটিকসের হিসেবে গত তিন মাসে কেবল যুক্তরাষ্ট্রেই বাংলানিউজের পাঠক বেড়েছে দুই লাখের বেশি

যা কিছু অর্জন তা লক্ষ্যের চেয়ে এখনো অনেক পিছিয়েবাংলানিউজ বাংলাদেশ থেকে ব্রাউজ করা যে কোনো অনলাইনের মধ্যে প্রথম হতে চায়বাংলানিউজ দেশের প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারীর প্রিয় সংবাদমাধ্যমে পরিণত হতে চায়ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) এর হিসাবে বর্তমানে ৭০ লাখেরও বেশি বাংলাদেশির অবস্থানএই ৭০ লাখ বাংলাদেশির প্রতিটি মানুষের কাছেই দেশের খবর জানার জন্য নির্ভরশীল মিডিয়া হয়ে উঠতে চায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিবিসির একটি খবরে বলা হয়েছে, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটিএদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ স্মার্ট ফোন ব্যবহার করছে এবং তার দিকে ঝুঁকছেএই বৃহ সংখ্যাটিও একদিন হয়ে উঠতে পারে বাংলানিউজের পাঠক

ফলে লক্ষ্যটি বৃহএই বিশাল লক্ষ্যমাত্রা পূরণে বাংলানিউজকে প্রথমেই একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে তার গ্রহণযোগ্যতা অটুট রাখতে হবেপাঠক যত বাড়বে চাহিদার বৈচিত্র্য ততই বাড়বেফলে পাঠকের চাহিদা পূরণে প্রয়োজনীয় কনটেন্ট বাড়াতে হবেএবং সর্বোপরি অনলাইন হিসেবে সবার আগে সবশেষ খবর সঠিকভাবে তুলে ধরতে হবেএটি একটি বড় চ্যালেঞ্জবাংলানিউজ সেই চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত

Thursday, August 29, 2013

কানাডার নারী সাংবাদিকের কাণ্ড!


কানাডার নারী সাংবাদিকের কাণ্ড!


আশিস বিশ্বাস, ২৯ আগস্ট ২০১৩

ঢাকা: পৃথিবীতে দেশ-জাতি-ভেদে একেক ধরনের সংস্কৃতি, আচার, ব্যবহার, ভাবতে গেলে অবাকই হতে হয়মানুষের যে কত রকম স্বাধীনতার ইচ্ছে জাগে, এটি না জানলে বিশ্বাস করাই কঠিন হতো

২৫ আগস্ট ছিল গো টপলেস ডে (Go Topless Day) অর্থাৎ নগ্নবক্ষ দিবসকানাডায় নারী-পুরুষ যে কেউই নগ্নবক্ষে চলাফেরা করতে পারেনতাতে আইনগত বাধা নেই তবে সেটাকে ভদ্রজনোচিত ভাবা হয় নাপুরুষদের নগ্ন বক্ষে দেখলে কেউ আপত্তি না করলেও নারীরা নগ্নবক্ষে ঘোরাফেরা করলে অনেক পুরুষই ক্ষিপ্ত হয়ে পুলিশ ডাকতে পারেনএতে অনেক বিপত্তি ঘটে যেতে পারে নারীর

Caption: Province columnist Lori Welbourne, right, speaks with Kelowna mayor Walter Gray without her top on, as part of an interview about Sunday's Go Topless Day. Being bare-chested is legal for either sex in Canada.

তারপরও থেমে নেই নারী কিংবা পুরুষএবার ২৫ আগস্ট গো টপলেস ডে-তে নারী-পুরুষ নগ্নবক্ষে র‌্যালি করেছেনপরস্পরের ছবি তুলেছেন কেউ ভিডিও করেছেনবাদ যাননি পথচারী কিংবা প্রাইভেটকার আরোহীরাওতারাও ক্যামেরায় ছবি তুলেছেন, ভিডিও করেছেনছেলেরা খালি গায়ে ছিলেনমেয়েরাও তাইতবে ছেলেদের কেউ কেউ মেয়েদের বক্ষবন্ধনী ব্যবহার করেছেন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেছেন, আমরা বাক স্বাধীনতা চাইলেখার স্বাধীনতা চাইআমরা সব ধরনের স্বাধীনতা চাইনারী-পুরুষের সমান স্বাধীনতা চাই

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে নগ্নবক্ষে তুলে ধরেছেন কানাডার এক নারী সাংবাদিক;নারী-পুরুষের সম-স্বাধীনতার দাবিতেতাও আবার যার-তার সামনে নয়, খোদ মেয়রের সামনে 

ঘটনাটি ঘটে ২৫ আগস্ট কানাডার ভ্যানকুভার রাজ্যেএবিসি নিউজ পেপারের কলামনিস্ট ও রেডিও হোস্ট লোরি ওয়েলবারনি কেলোউনা শহরের সিটি হলে মেয়র ওয়াল্টার গ্রে-র কাছে জানতে চান, কোনো নারী যদি নগ্নবক্ষে এ শহরে চলাফেরা করে তাহলে কী হতে পারে? এর পর পরই উত্তর শোনার জন্য লোরি মেয়েরের হাতে মাইক্রোফোন ধরিয়ে দেনমাইক্রোফোন হাতে নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই উত্তর দিতে শুরু করলেন মেয়র ওয়াল্টার যে, কানাডায় নগ্নবক্ষে চলাফেলায় আইনগত বাধা নেইতবে ক্ষুব্ধ কেউ হয়ত পুলিশকে খবর দিতে পারে

লোরি পাল্টা প্রশ্ন করেন, ঠিক আছেকিন্তু এখানে নগ্নবক্ষ হলে তা নিশ্চয়ই আপনি করবেন নাকী বলেন? প্রশ্ন করার পরই সাংবাদিক লোরি তার বুকের ওপর থেকে পোশাক খুলে ফেলেন ও স্বাচ্ছন্দ্যে প্রশ্ন করতে থাকেন

মেয়র অপ্রস্তুত হয়ে বলেন, না, না, না এটা হতে পারে নাকিন্তু কিছুই করার ছিল না বেচারা মেয়র ওয়াল্টারের! সবকিছু অস্বস্তির সঙ্গেই হজম করতে হয়েছে তাকেকারণ, তখন দুই পাশে দুইজন ক্যামেরা ক্রু ইন্টারভিউ অনুষ্ঠানটি ভিডিও রেকর্ড করছিলেন

উল্লেখ্য, মার্কিন যু্ক্তরাষ্ট্রে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি নারী-পুরুষের সমান স্বাধীনতা রক্ষায় ২০০৭ সাল থেকে ২৫ আগস্টকে গো টপলেস ডে পালন করে আসছেএটি মূলত ১৯২০ সালের ২৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করেনতখন থেকে ২৬ আগস্টকে উইমেনস ইক্যুয়ালিটি ডে বা নারীর সমতা দিবস (Women’s Equality Day)হিসেবে পালন করে আসছেনএখন সেটি ২৫ আগস্ট Go Topless Day হিসেবে পালিত হচ্ছে

কেউ চাইলে সরাসরি লগইন করতে পারেন এই সাইটে- Go Topless Day এছাড়াও ক্লিক করতে পারেন- gotopless.org  

সরাসরি ইন্টারভিউ পড়তে ও ভিডিও ক্লিপটি দেখতে ক্লিক করুন:
http://www.ottawacitizen.com/news/Newspaper+columnist+goes+topless+interview+with+Kelowna+mayor/8830005/story.html 

অথবা- http://www.vancouversun.com/videos/local/video.ht

Monday, August 26, 2013

বয়স কোনো বিষয় নয়:জন্মবার্ষিকীতে তাসলিমা নাসরিন



বয়স কোনো বিষয় নয়:জন্মবার্ষিকীতে তাসলিমা নাসরিন 

-আশিস বিশ্বাস, ২৬ আগস্ট, ২০১৩, রাত ০১৫২ ঘণ্টা

৫০তম জন্মদিনে কেক খাচ্ছেন তাসলিমা নাসরিন
 নারীবাদী লেখক তাসলিমা নাসরিন জন্মদিনের কেক খেয়ে জন্মদিন পালন করলেন অনেক অগোচরেই। ছবিতে দেখা যাচ্ছে, এক বিদেশি নারী তাসলিমা নাসরিনে মুখে কেকের টুকরো তুলে দিচ্ছেন। পেছনে গোলাপি, নীল, সবুজ রঙের বেলুন ঝুলছে।


তিনি বইভর্তি একটি আলমিরা সামনে দাঁড়ানো। পরনে নেভি-ব্লু রঙের জমকালো পোশাক পরা। তাকে বেশ স্বাচ্ছন্দ্যেই দেখা গেল। শুধু তাই-ই নয়, তাকে অনেক সপ্রতিভ মনে হয়েছে।

তিনি টুইটারে মার্ক টোয়েনের বাণীকে উদ্ধৃত করে বলেছেন, বয়সটা আসলে মনের ব্যাপারে। যদি মনে করা হয় যে, বয়স হয়েছে, তাহলে বয়স বাড়ে। আর যদি ভাবা হয় যে, বয়সটা কোনো ব্যাপার না, তাহলে সেটা কোনো ব্যাপারই না (Age is an issue of mind over matter. If you don't mind, it doesn't matter. Mark Twain).


এর আগে বাংলাদেশে লেখক, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অনেকেই রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সোয়া ঘণ্টাব্যাপী মানববন্ধনে তাসলিমা নাসরিনের সব ধরনের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

তারা অভিযোগ করেন, মু্ক্তিযুদ্ধে গণহত্যা, দেশ বিরোধী কর্মকাণ্ড করে জামাতের সাবেক আমির গোলাম আযম যদি বাংলাদেশের নাগরিকত্ব পায়, তাহলে দেশবিরোধী কাজ না করে তাসলিমা নাসরিনকে দেশে ফিরতে দেওয়া হবে না?
  
এ সময় চারটি দাবি তুলে ধরেন তারা-




অনতিবিলম্বে তসলিমার পূর্ণ অধিকার ফিরিয়ে দেয়া হোক এবং তার দেশে ফেরার সবরকম আইনি বাধা তুলে  
    নেয়া হোক;
তসলিমার বিরুদ্ধে করা সব মামলা তুলে নেয়া হোক;
লেখক, সাংবাদিক, ব্লগারসহ সব নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা হোক;
ধর্মীয় মৌলবাদসহ সংবিধানবিরোধী সব রাজনৈতিক, সামাজিক গোষ্ঠীকে আইন করে  
   নিষিদ্ধ ঘোষণা করা হোক