Saturday, August 31, 2013

অনলাইনে বাংলানিউজ বিপ্লব


       
 

মাহমুদ মেনন, হেড অব নিউজ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনলাইনে মানুষ সংবাদ পড়বে! এমন বিষ্ময়সূচক বাক্যবাণে জর্জরিত হওয়ার মধ্যদিয়ে বাংলাদেশে অনলাইন নিউজপোর্টালের যাত্রা শুরু হয়েছিলো ২০০৪ সালেপ্রথিতযশা সাংবাদিক আলমগীর হোসেন শুরু করেছিলেন এই সাহসী পথচলাএরপর কেটে গেছে প্রায় এক দশকচড়াই-উড়াই পেরিয়ে এখন তার হাতেই পরিচালিত হচ্ছে দেশের প্রধানতম অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এখন এই অনলাইনই প্রতিদিন সৃষ্টি করছে নতুন নতুন বিষ্ময়অনলাইনেই খবর পড়তে পছন্দ করছে মানুষএবং বলা যায়, এখন অনেকের সংবাদ ‍জানার একমাত্র উপায় অনলাইন

প্রতিদিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম এই পাঠক তৈরি করছেগড়ছে নতুন রেকর্ডএবং নিজেই নিজের রেকর্ড ভাঙছে

আন্তর্জাতিক প্রতিষ্ঠান অ্যালেক্সা.কম(alexa.com) এর হিসেবে বাংলাদেশ থেকে ব্রাউজ করা হয় এমন যে কোনো অনলাইন সংবাদমাধ্যমের মধ্যে প্রথম বাংলানিউজআর বাংলাদেশ থেকে যত অনলাইন ব্রাউজ করা হয় তার প্রথম সাতটির মধ্যে ষষ্ঠ অবস্থানে থেকে একমাত্র সংবাদমাধ্যম হিসেবে স্থান করে নিয়েছে বাংলানিউজএই তালিকায় প্রথম অবস্থান ফেসবুকেরএরপর যথাক্রমে গুগল.কম.বিডি, গুগল.কম, ইউটিউব, ইয়াহুবাংলানিউজের পরে সপ্তম অবস্থানে ব্লগস্পট.কম

আন্তর্জাতিক অপর এক হিসেবে এখন দৈনিক বাংলানিউজ ওয়েব পোর্টালের পেজভিউ ৯ কোটি (৯০ মিলিয়ন)সংখ্যায় লিখলে তা দাঁড়াবে ৯০,০০,০০,০০আর অ্যালেক্সার হিসেবে প্রতি ব্যক্তি পাঠক বাংলানিউজে ঢুকে ৫.৫০টি পেজভিউ করেনসে হিসেবে বাংলানিউজের ব্যক্তি পাঠকের সংখ্যা প্রতি ২৪ ঘণ্টায় ১ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার ৬৩৬ জন

গুগল অ্যানালিটিকস জানাচ্ছে বাংলানিউজের মোট পাঠকের ৬২.৫ ভাগ দেশের অভ্যন্তরেরবাকি ৩৭.৫ ভাগ দেশের বাইরের পাঠকএই হিসেবে দেশের ভেতরে মোট পাঠকের সংখ্যা ১ কোটি ০২ লাখ ২৭ হাজার ২৭২ জনইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের তথ্যমতে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ৯০ লাখসে হিসেবে দেশের মোট নেটিজেনের ৩৫.২৬ শতাংশ বাংলানিউজের পাঠকগুগলের হিসাবে প্রতিমূহূর্তে বাংলানিউজে ১৬ শতাংশ নতুন পাঠক আকৃষ্ট করেআর পুরোনো পাঠক বাংলানিউজে থাকেন ৮৪ শতাংশ

অ্যালেক্সা ও গুগল অ্যানালিটিকসের এই হিসাব আন্তর্জাতিক মানেরঅ্যালেক্সা বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যামাজন.কম এর সিস্টার কনসার্নএই অ্যামাজন অনলাইন জগতে নিজের শ্রেষ্ঠত্বের জায়গায় চলে আসছেঅতি সম্প্রতি বিশ্বখ্যাত সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট কিনে নিয়েছে এই প্রতিষ্ঠানটি

উপরের পরিসংখ্যান ও তথ্য বাংলানিউজকে দেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদমাধ্যম হিসেবে উপস্থাপন করেতবে এই তথ্য বাংলানিউজকে কতগুলো শ্রেষ্ঠত্বের স্থানও দেয়একমাত্র বাংলানিউজেরই দেশের বাইরে ৩৫ শতাংশ পাঠক রয়েছেবাংলাদেশের অধিকাংশ সংবাদমাধ্যমই তার কনটেন্ট নিয়ে দেশের বাইরে অবস্থানকারী একটি বিশাল জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে না যাদের কাছে বাংলানিউজ একটি ভরসার স্থান তৈরি করতে পেরেছেবিশ্বের ১৯৭ টি দেশ থেকে বাংলানিউজটোয়েন্টিফোর.কম ব্রাউজ করা হয়এর মধ্যে বাংলাদেশের পরে প্রথম ১০টি হচ্ছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদিআরব, অস্ট্রেলিয়া, কানাডা, ইটালি, ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া১৯৭টি দেশের মধ্যে জিবুতি, ফেরোআয়ল্যান্ড, গিনিবিসাউ, কোনোআয়ল্যান্ড, ফেঞ্চপলিনেশিয়া, শাদ ও ভানুয়াতুর মতো দেশগুলো থেকেও বাংলানিউজ ব্রাউজ করা হয়এই পাঠকরাই বাংলানিউজের গর্ববাংলাদেশের অভ্যন্তরে যেখানে ইন্টারনেট পৌঁছেছে সেখানেই রয়েছে বাংলানিউজের পাঠক

কেন এই জনপ্রিয়তা? এ প্রশ্ন পাঠকমাত্রই স্বাভাবিকউত্তর একটাই, বাংলানিউজ এটা অর্জন করতে চেয়েছে তাই পেরেছেলক্ষ্যটি সুস্থির ছিলোফলে এগিয়ে যেতে কষ্ট হয়নিনেতৃত্ব সম্পূর্ণ কোন্দলমুক্তদলনেতা নিজেও একজন কর্মী২৪ ঘণ্টার এই মিডিয়ায় সবাই ২৪ ঘণ্টার কর্মী

যা কিছু সংবাদ তাই স্থান পায় বাংলানিউজের ক্যানভাসেকোন খবরের কতজন পাঠক আছে তা নয়, খবরটিই বাংলানিউজের কাছে গুরুত্ব পায়অতি প্রত্যন্ত অঞ্চলের খবর যেমন এতে স্থান পায়, কসমোপলিটন শহরের শততলার ওপরের খবরটিও বাদ দেওয়া হয় নাআর যার খবর প্রকাশিত হয় তিনি তো তা পড়তে চাইবেনইসে কারণেই বাংলানিউজ পাঠকের কাছাকাছি

বাংলানিউজের প্রায় শতভাগ খবরই অরিজিনাল কনটেন্টআন্তর্জাতিক কিছু খবর অন্য সংবাদমাধ্যম থেকে নিয়ে অনুবাদ করা ছাড়া অন্য সবখবরই বাংলানিউজের নিজস্ব উপাদন ও নিজস্ব সম্পদ


বাংলানিউজ কোনো উপজাত (বাইপ্রোডাক্ট) মিডিয়া নয়শতভাগ স্বতন্ত্র একটি সংবাদমাধ্যমএর প্রতিটি খবরে বা খবর ধর্মী আধেয়তে এর কর্মীদের মেধা ও শ্রমের প্রয়োগ রয়েছেকাট-কপি-পেস্ট সাংবাদিকতা থেকে বাংলানিউজ নিজেকে সুষ্পষ্ট দূরত্বে রাখে

বাংলানিউজ তার কেন্দ্রীয় অফিসে দেড় শতাধিক কর্মীর টিম ও সবগুলো জেলায় নিজস্ব জেলা প্রতিনিধি, গুরুত্বপূর্ণ সবগুলো উপজেলায় নিজস্ব প্রতিনিধি দিয়ে টাটকা-তাজা খবর সংগ্রহ ও পরিবেশন করে দিনরাত চব্বিশ ঘণ্টাচট্টগ্রাম, সিলেটে রয়েছে নিজস্ব ব্যুরো কার্যালয়বিশ্বের প্রধান প্রধান নগরীতে রয়েছে বাংলানিউজের নিজস্ব প্রতিনিধিদ্বিতীয় বৃহত্তম পাঠকের দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্বগুগল অ্যানালিটিকসের হিসেবে গত তিন মাসে কেবল যুক্তরাষ্ট্রেই বাংলানিউজের পাঠক বেড়েছে দুই লাখের বেশি

যা কিছু অর্জন তা লক্ষ্যের চেয়ে এখনো অনেক পিছিয়েবাংলানিউজ বাংলাদেশ থেকে ব্রাউজ করা যে কোনো অনলাইনের মধ্যে প্রথম হতে চায়বাংলানিউজ দেশের প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারীর প্রিয় সংবাদমাধ্যমে পরিণত হতে চায়ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম) এর হিসাবে বর্তমানে ৭০ লাখেরও বেশি বাংলাদেশির অবস্থানএই ৭০ লাখ বাংলাদেশির প্রতিটি মানুষের কাছেই দেশের খবর জানার জন্য নির্ভরশীল মিডিয়া হয়ে উঠতে চায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিবিসির একটি খবরে বলা হয়েছে, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটিএদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ স্মার্ট ফোন ব্যবহার করছে এবং তার দিকে ঝুঁকছেএই বৃহ সংখ্যাটিও একদিন হয়ে উঠতে পারে বাংলানিউজের পাঠক

ফলে লক্ষ্যটি বৃহএই বিশাল লক্ষ্যমাত্রা পূরণে বাংলানিউজকে প্রথমেই একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে তার গ্রহণযোগ্যতা অটুট রাখতে হবেপাঠক যত বাড়বে চাহিদার বৈচিত্র্য ততই বাড়বেফলে পাঠকের চাহিদা পূরণে প্রয়োজনীয় কনটেন্ট বাড়াতে হবেএবং সর্বোপরি অনলাইন হিসেবে সবার আগে সবশেষ খবর সঠিকভাবে তুলে ধরতে হবেএটি একটি বড় চ্যালেঞ্জবাংলানিউজ সেই চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত

No comments: