Thursday, August 22, 2013

মহাশূন্যে নক্ষত্র সৃষ্টি হওয়ার বিরল দৃশ্য

Images of the birth of a star


মহাশূন্যে নক্ষত্র সৃষ্টি হওয়ার বিরল দৃশ্য  

মহাশূন্যে নক্ষত্র সৃষ্টি হওয়ার দৃশ্য। পৃথিবী থেকে একহাজার চারশ আলোকবর্ষ দূরে নক্ষত্র সৃষ্টি হওয়ার দৃশ্য ধারণ করেছে, চিলিতে অবস্থিত দ্য ইউরোপীয়ান সাউদার্ন অবজারভেটরি।

দৃশ্যতে দেখা যায়, নক্ষত্রটি সৃষ্টি হওয়ার সময় ঘণ্টায় এক লাখ কিলোমিটার গতিতে বিভিন্ন বস্তু চারদিকে ছিটকে দিচ্ছে। অবশ্য নক্ষত্রটির ঘূর্ণনের ফলে এ বস্তুগুলো চারদিকে ছিটকে যাচ্ছে। 


বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ২১ আগস্ট (২০১৩) যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান এটি প্রকাশ করে। 


(Images of the birth of a star around 1,400 light years away from Earth is captured by scientists at the European Southern Observatory, Chile. The pictures show the moments the star ejects material into space at speeds of up to 1 million km per hour. The shots show never-before-seen detail of jets of gas as they stream from the new star

No comments: