Thursday, September 19, 2013

পৃথিবী বিখ্যাত মানবীয় ছবি (The Photo of Human Story)

Samuel Armas
World Clock
পৃথিবী বিখ্যাত ছবিটি ২১ সপ্তাহ বয়সী অভূমিষ্ঠ স্যামুয়্যাল আলেক্সান্ডার আরমাস (জন্ম: ২ ডিসেম্বর ১৯৯৯) এরভূমিষ্ঠ হওয়ার আগেই তার 'স্পাইনা বাইফিডা' নামে একটি রোগ ধরা পড়ে এবং এ জন্য তার অপারেশন করা জরুরি হয়ে পড়েকিন্তু গর্ভ থেকে বের করে নিলে তাকে বাঁচানো যেত নাআলেক্সান্ডারের মা জুলি আরমাস পেশায় একজন সেবিকাসে কারণে তিনি ডা. বার্ণারের কথা জানতেন এবং অপারেশনে তার ওপর ভরসা রাখেন  ডা. বার্ণার শিশুটিকে গর্ভে রেখেই অপারেশন করেন অপারেশন শেষে ডা. বার্ণার লক্ষ করলেন, ভূমিষ্ঠ হওয়ার আগেই আলেক্সান্ডারের হাত তার একটি আঙুল মুঠ করে ধরেছে

সেই অসাধারণ মূহুর্তের ছবি  ক্যামেরায় তুলে রাখা হয়পরে পত্রিকায় শিরোনাম হয়- 'আশার হাত' (Hand of Hope)
সৌজন্যে- দেহ (ফেসবুকে স্বাস্থ্য বিষয়ক পত্রিকা -https://www.facebook.com/DEHO.TRI)


 
Samuel Armas

The tiny hand of 21-week-old Samuel Armas reaches out from his mother's womb to clasp the surgeon's finger. Samuel was about to undergo a spine operation designed to save him from serious brain damage. The surgery was carried out entirely through the tiny slit visible in the wall of the womb, and Samuel is believed to be the youngest fetus to undergo such an operation. At this age, tiny Samuel could still have been legally aborted, but thank God that this did not happen, and he was born on December 2, 1999. The above image was taken by photo-journalist, Michael Clancy, during an operation in America. 

A 12/9/99 Message From Samuel's Parents :

Dear Friends and Family,

Samuel arrived on Thursday, Dec. 2 at 6:25 pm at Northside. Hospital weighing 5 lbs 11 oz and 20 1/2 " long. He was born at 36 weeks but came into the world screaming his head off! He did not have to spend any time in a neonatal unit and came home with us on Monday, Dec. 6.  After viewing an ultrasound of his brain, Samuel's neurosurgeon was very optimistic as he does not have any hydrocephalus and the brain  malformation has resolved. He is moving his legs very well from the hips and some from the knees. He was frank breech (folded in half) in the womb and the orthopedist feels that he has a good chance for walking. He
will begin physical therapy next week in order to work out some of the stiffness in his legs that was a result of his being folded in half in the womb. He is also nursing very well.

Thank you all for your prayers and support. We are happier than we ever dreamed possible!

More Of The Armas Story From 'federalist.com' website :


After years of trying to have children, Julie and Alex Armas, were finally pregnant with little Samuel. But in July [editor - of 1999], received the devastating news that he had a spinal condition that would probably leave their child with severe handicaps from birth. Julie searched the Internet for help and found a website giving details of pioneering surgery being carried out by a team of specialists at Vanderbilt University in Nashville.

Though considered high risk, the surgery was successful and little Samuel arrived December second, about a month before he was expected! He weighed 5 lbs., 11 ounces, and was 20.5 inches long, and was so healthy that he went go home with his parents a few days later. Samuel does have some weakness and motor sensation problems below his knees, and has begun physical therapy. His physician is optimistic that he will, in time, be able to walk. 


Comments:
By-
Famed photographer Michael Clancy, the earliest human encounter, and the cover-up



Fri May 04, 2012 06:23 EST

“I didn’t really want kids,” says Michael Clancy. A terrible, abusive childhood left him with no desire to have children of his own. And when it came to the subject of aborting children in the womb, he sat on the sidelines, believing that it was a woman’s issue. “I thought that as a man, it wasn’t my fight!” he said. That was until he witnessed the extraordinary event that happened 12 years ago: the event that changed his life forever.


Last week, Clancy was the keynote speaker at the Knights of Columbus Michigan Council and Michigan Right to Life’s 34th Respect Life Dinner in Livonia, Michigan. He shared his amazing story and the controversy surrounding him since the day he found himself in just the right place at precisely the right time to take extraordinary photos – photos that the Tennessee native declares are the earliest recorded human interactions. The images are so powerful that a battle has raged for over 12 years about their validity. Clancy travels the world to tell the truth about what happened and why we should believe him.

Michael Clancy is the photojournalist who was hired by USA Today to record the fetal surgery of 21-week-old Samuel Armas. According to Clancy, during the surgery to correct for spina bifida, he saw that the mother’s uterus began to shake from within, and as he watched, the tiny fist “came through the opening with a fury” to reveal the whole arm. The doctor lifted the tiny hand, and Samuel then “reacted by squeezing the doctor’s gloved finger.” As if to test for strength, the doctor, Joseph P. Bruner, shook the fist, but “Samuel held firm,” according to Clancy.


The veteran photojournalist was able to take several pictures in progression at 1/60 of a second. Not even sure if the pictures were in focus, Clancy submitted the roll of unprocessed film to USA Today per their policy to avoid manipulation.

But immediately after the surgery, Clancy was shocked when the doctor asserted to others that the event was staged and that he had purposely pulled the baby’s hand out of the womb to provide a photo op. “Untrue!” says Clancy as he suddenly found himself in the center of a very difficult situation.

“I knew this was important! You can look back and see the earliest human interaction! This was history…I knew as a journalist that history is important whether we like it or not!”

It came down to Clancy’s word against the doctor, who, suggests Clancy, needed to protect his reputation from the evidence that Samuel had come out from under the anesthesia too early – an occurrence, Clancy says, that “happens[,] and we all know it. It [anesthesia] was experimental for mother and baby at the time.”
It would be reasonable to think that the man who snapped such an amazing photo would receive a Pulitzer Prize. But the controversy served to end Clancy’s journalistic reputation and the twelve-year career he loved.

Ever since, he has been speaking to people about the event and the historic and political impact on the journalistic community at the time.


The photograph, meanwhile, has made a significant and untold impression on the whole world, and the dramatic moment has been recreated on major television shows: “Scrubs,” “House,” and “The Good Wife.”

You know, you want a ticker tape parade, you want a Pulitzer Prize but I have learned that sometimes it’s the journey…sometimes it’s the one heart a day that we need to win this battle.

When asked what caused him to change from being uninvolved in the pro-life movement to becoming someone who fights for the unborn, Clancy says, “I didn’t want to be in this position. It’s tough to be in the middle of this. It was Samuel who did it… I have a lot of questions – did he feel the cold air or see light? In my opinion, he came out of the anesthesia and he did feel pain for whatever duration that was… [I wonder,] what motor senses did that baby use for his fist to come flying up?” But what did Dr. Bruner and medical science learn that day? Says Clancy, “Not to let a photographer in [to the operating room]!”

What Clancy saw in that operating room was all the proof he needed to change his life. “Samuel proved to us that the child is a reactive human being – it’s as simple as that and it is important to fight for!”

“I want to prove that this picture is real because it is history. Someday, it is going to happen again, and people will look back and say that I was telling the truth the whole time!”

To know more:
Samuel: Hand of Hope
http://trusthismercy.wordpress.com/tag/baby-samuel-armas
http://www.prolifeinfo.ie/life/foetal-surgery/samuel/

Sunday, September 15, 2013

Cosmic Journeys : Voyage to Pandora: First Interstellar Space Flight




 Video:
Cosmic Journeys: Voyage to Pandora First Interstellar Space Flight


Pandora is the idyllic blue world featured in the movie Avatar. Its location is a real place: Alpha Centauri, the nearest star to our Sun and the most likely destination for our first journey beyond the solar system.

Remarkably, it's anti-matter, the science fiction fuel of choice that could take us there. Normally, it's only created in powerful jets that roar out of black holes. We can now produce small quantities in Earth-bound particle colliders. Will we journey out only to plunder other worlds? Or will we come in peace? The answer may depend on how we see Earth at that time in the distant future.

The year is 2154. Our planet has been ruined by environmental catastrophe. In the movie Avatar, greedy prospectors from Earth descend on the world of an innocent hunter-gatherer people called the Na'vi.

Their home is a lush moon far beyond our solar system called Pandora. Could such a place exist? And could our technology... and our appetite for exploration... one day send us hurtling out to reach it?

In fact, the supposed site of this fictional solar system is one of our most likely interstellar targets, until a better destination turns up. Pandora orbits a fictional gas planet called Polyphemus. Its home is a real place... Alpha Centauri... the brightest star in the southern constellation of Centaurus.

At 4.37 light years away, it's part of the closest star system to our sun. Alpha Centauri is actually two stars, A and B, one slightly larger and more luminous than our own sun, the other slightly smaller.

The two stars orbit one other, swinging in as close as Saturn is to our Sun... then back out to the distance of Pluto. This means that any outer planets in this system... anything beyond, say, the orbit of Mars... would likely have been pulled away by the companion and flung out into space.

For this reason, Alpha Centauri was not high on planet hunters' lists... until they began studying a star 45 light years away called "Gamma Cephei." It has a small companion star that goes around it every 76 years. Now, it seems... it also has at least one planet.

That world is about the size of Jupiter, and it has planet hunters excited. Perhaps two-thirds of all the stars in our galaxy are in so-called binary relationships. That means there could be many more planets in our galaxy that astronomers once assumed.

At least three teams are now conducting long-term studies of Alpha Centauri... searching for slight wobbles in the light of each companion star that could indicate the presence of planets. If they find a planet that passes in front of one of the stars, astronomers will begin intensive studies to find out what it's like.

One of their most promising tools will be the James Webb Space Telescope, scheduled for launch in 2014 or 2015. From a position a million miles away from Earth, it will deploy a sun shield the size of a tennis court, and a mirror over 21 feet wide. The largest space telescope ever built, it will offer an extraordinary new window into potential solar systems like Alpha Centauri.

With its infrared light detectors, this telescope will be able to discern the chemical composition of a planet's atmosphere... and perhaps whether it harbors a moon like Pandora.

One prominent planet hunter predicted that if a habitable world is found at Alpha Centauri, the planning for a space mission would begin immediately. Here's that star duo as seen by the Cassini spacecraft just above the rings of Saturn.

To actually get to this pair of stairs, you have to travel as far as the orbit of Saturn, then go another 30,000 times further. Put another way, if the distance to Alpha Centauri is the equivalent of New York to Chicago, then Saturn would be just... one meter away.

So far, the immense distances of space have not stopped us from launching missions into deep space. In 1977, the twin Voyager spacecraft were each sent on their way aboard Titan 3 Centaur rockets. After a series of gravitational assists from the giant outer planets, the spacecraft are now flying out of the solar system at about 40,000 miles per hour.

They are moving so quickly that they could whip around the Earth in just 45 minutes, twice as fast as the International Space Station. Voyager I has now traveled over 110 astronomical units. That's 110 times the distance from Earth to the Sun... or about 10 billion miles. But don't hold your breath.

If it was headed in the right direction, it would need another 73,000 years to travel the 273,000 astronomical units to Alpha Centauri. When it comes to space travel, we've yet to realize the dream forged by rocketeers a century ago.

...........................................................................................................................................................................

To the Edge of Time

Today, the science of astronomy is being transformed by a new age of technological advances. On mountaintops around the world, scientists are opening ever larger telescopes, capturing light from ever more distant reaches of the universe.

That light may have traveled millions, even billions, of years to reach us. By the time it does, it offers a window into the distant past.

Saturday, September 14, 2013

এয়ারবাসে নতুন ধারা

gizmodo.com

The Aluminum Airship of the Future Has Finally Flown


ঢাকা: উড়োজাহাজে নতুন একটি ধারা যুক্ত হয়েছেঅ্যালুমিনিয়াম ও কার্বন আঁশ দিয়ে তৈরি বিশাল আকৃতির এয়ারবাস তৈরি করা হয়েছেএয়ারোস কর্প এটি তৈরি করেছেএয়ারবাসটি দেখলে মনে হবে যেন ভিনগ্রহ থেকে আসা এলিয়েনদের উড়োজাহাজ

এটি গত রোববার মার্কিন আকাশে উড়েছে প্রথমবারের মতোএটি তৈরি করতে খরচ পড়েছে ৩৫ মিলিয়ন ডলারএটি পরিশোধিত তেলে চলবে না,চলবে হিলিয়াম গ্যাসে  এ হিলিয়াম গ্যাস পৃথিবীর মধ্যে সবচেয়ে হালকা গ্যাস



বর্তমানে এয়ারবাসটির দৈর্ঘ্য ২৬৬ ফুট ও প্রস্থ ৯৭ ফুটতবে শেষে এটি লম্বায় ৪০০ ফুট হবেআর এটি বর্তমানে ৬৬ টন ওজন বহন করতে পারবেপরে এয়ারোস কর্প ২৫০টন  ও ৫০০ টন ওজন বহনক্ষম করে তৈরি করবে



 


সবচেয়ে মজার ব্যাপার, এটিকে উড়ন্ত হোটেল হিসেবেও ব্যবহার করা যাবে প্রয়োজনে আলোচনা সভাও করা যাবে এই এয়ারশিপেএটিই হবে ভবিষ্যতের এয়ারশিপের প্রথম অধ্যায়


Wednesday, September 11, 2013

Photography is unlawful and sin: Darul Uloom Deoband

New Delhi: India's leading Islamic seminary Darul Uloom has issued a fatwa, saying "photography is unlawful and a sin", even though Saudi Arabia allows photographers inside the holy city of Mecca and live telecast of 'namaz' is beamed on Islamic channels across the world. 

Mufti Abdul Qasim Nomani, Mohtamim (Vice-Chancellor) of Darul Uloom Deoband, said on phone, "Photography is un-Islamic. Muslims are not allowed to get their photos clicked unless it is for an identity card or for making a passport." 

He said Islam does not permit video-taping of marriages or clicking of pictures to save as mementos for future generations. 

When pointed out that Saudi Arabia, which follows the Wahabi school that aspires to return to the earliest fundamental sources of Islam, allows photography in the holiest of Islamic cities Mecca and beams live coverage through the year, Nomani said, "Let them do it. We do not allow it. Not everything they do is correct." 

Nomani agreed with the fatwa -- a religious edict issued by Darul Ifta in Deoband -- regarding a query from an engineering graduate saying he was passionate about photography and wanted to pursue it as a career. 


"Photography is unlawful and sin. Hadith (recorded Islamic tradition) warns sternly against it. Do not do this course. You should search any suitable job based on your engineering course," reads the fatwa posted on the school's website. 

All India Muslim Law Personal Board member Mufti Abul Irfan Qadri Razzaqi also agreed with Nomani's fatwa. 

"Islam forbids photographing of humans and animals. Whoever does that will be answerable to God," Razzaqi said. 

When reminded that Saudis allow it, he said, "Just because they are richer than us doesn't mean they are also correct. If they are allowing photography they will be answerable on the Day of Judgement in the court of God." 

A similar fatwa was issued when a television reporter asked if his "facing the video camera" is against Islam. 

"You are right, it is prohibited in Islam to photograph and to let others photograph you. Therefore, you should seek forgiveness from Allah for the same and choose for you a work which is free from such prohibited acts. 

"A work which involves unlawful and haram things is obviously unlawful. If the work includes oral or written reporting as well then the entire income will not be labelled as haram," reads another fatwa. 

However, Mufti Saif Abbas, president of the Shia Chand Committee, said his sect allows photography and television viewing. "Islamic channels such as Peace TV, QTV, ARY and others beam live coverage of namaz, Hajj...Are they all wrong? I have argued with my Sunni colleagues that there is nothing wrong with photography," he said. 

PTI 

First Published: Wednesday, September 11, 2013, 14:13

Sunday, September 8, 2013

বাঙালি মানে হিন্দু?

বাঙালি মানে হিন্দু?


বাঙালি মানে হিন্দু, এটা কখনো জানা ছিল নাআমরা জানি আমাদের জাতিসত্তা হলো- বাঙালিএর মধ্যে আবার কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ-বা বৌদ্ধ বা খ্রিস্টানআদিবাসীদের বাদ দিয়েই বলছিতবে আদিবাসীদের মধ্যেও বৌদ্ধ ছাড়াও হিন্দু ও খ্রিস্টান আছেন

যাক, আমি যেখানে ভাড়া থাকি, সেই বাসার মালিকের দুই আত্মীয় কোলকাতা থেকে ঢাকায় বেড়াতে এসেছেন দিন কয়েক হলোযেদিন তারা আসলেন, আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন বাড়িওয়ালি (ল্যান্ডলেডি)

তাদের একজন কোলকাতার একটি বিমান সংস্থায় কাজ করেনআরেকজনের পার্ক সার্কাসে নিজেদের দোকানসেই দোকানেই বসেন



আমি যখনই রুমে থাকি, তখনই শুনি সবাই মিলে হিন্দিতে কথা বলছেনমনে প্রশ্ন জাগলো, ওরাও তো বাঙালিআবার যাদের বাসায় বেড়াতে এসেছেন, তারাও বাঙালিতবে কেন হিন্দিতে কথা বলা!!

তবে বলে রাখি, আমাদের ল্যান্ডলেডি ও তার হাজবেন্ড পূর্বপুরুষ সূত্রে ভারতীয়যখনই তাদের নিজেদের মধ্যে কথা বলতে শুনেছি, তখনই তারা হিন্দিতে কথা বলছেনএমনকী নিজেদের মধ্যে কাউকে ফোন দিলে বা আসলে হিন্দিতেই কথা বলেনশুনতে খারাপও লাগে নাবরং মিষ্টিই লাগেকৌতূহল জাগে, আমিও যদি হিন্দি ভাষাটা রপ্ত করতে পারতাম,তাহলে আরো একটা ভাষায় দখলদারিত্ব থাকতো! কিন্তু, হিন্দির আমি কিছুই জানি না, বুঝিও নাযদিও আমাদের দেশের শিশু-কিশোর-কিশোরীরা হিন্দি সিরিয়ালের বদৌলতে অনর্গল হিন্দি বলতেও পারে আবার তা ভালো বোঝেওতাদের দুটো ভাষায় ভালো দখল- একটা হচ্ছে ইংরেজি অন্যটি হিন্দি (আমি ঢাকার শিশু-কিশোরদের কথা বলছি)

শনিবার দিনশেষের রাত সাড়ে ১২টা হবেতখন কোলকাতা থেকে আসা বাড়িওয়ালির আত্মীয় দুজন খাবার টেবিলে হিন্দিতে কথা বলছেনবাড়িওয়ালি, তার হাজবেন্ডসহ ডিনার করছেন আর গল্প করছেন হিন্দিতেই

আমার কৌতূহল দমিয়ে রাখতে পারলাম নাআমি জানতে চাইলাম, আচ্ছা, আপনারা সবাই তো বাঙালি, তাহলে হিন্দিতে কথা বলছেন কেন? আমাদের বাড়িওয়ালি বললেন, ও তো বাংলা ভালো জানে নাআমি বললাম, কেন? উনার বাড়ি কোলকাতার পার্ক সার্কাসে না? উত্তরে বাড়িওয়ালি বললেন- হ্যাঁআমি আবার বললাম, কোলকাতায় উনার বাড়ি না? বাড়িওয়ালি আবারও বললেন, হ্যাঁতাহলে উনি কি বাঙালি না? এবার উত্তর দিলেন কোলকাতা থেকে আসা রশিদ রহমানতিনি যা বললেন, তাতে আমার আক্কেল গুড়ুম! তিনি বললেন, 'আমি তো বাঙালি নাআমি তো মুসলমান!'

আমার মাথায় হাত। বলে কী!! আমি বাড়িওয়ালি ও তার হাজবেন্ডের দিকে আঙুল তুলে বললাম, তারা তো বাঙালিতারা যেমন মুসলমান, তেমনি বাঙালিও

উত্তর দিলেন, বাড়িওয়ালিতিনি বললেন, 'ওরা বাঙালি বলতে হিন্দুদের বোঝে।' রশিদ রহমানও মাথা দোলালেনআমি থ মেরে গেলামকারণ, আমার সামনে যারা, তারা আমাদের বাড়িওয়ালা ও বাড়িওয়ালিতারা যেমন মুসলমান, তেমনি জাতিসত্তায় বাঙালিও



কিন্তু এই রশিদ রহমান আমাকে বলতে পারলেন না যে, আসলে তাদের জাতিসত্তা কী! তারা কোলকাতার আদি বাসিন্দাকিন্তু, এদের তো জাতিসত্তা আছেঅথচ রশিদ রহমান জানেন নাশুধু জানেন, তারা মুসলমান। আর বাঙালি মানে হিন্দুঅর্থাৎ যারা বাঙালি, তারাই হিন্দু। অথবা যারা হিন্দু, তারাই বাঙালি। এটা নাকি কোলকাতার সবাই জানেকিন্তু আমরা যারা জাতিসত্তায় বাঙালি আর নাগরিকত্বের দিক দিয়ে বাংলাদেশি, তাদের এই কোলকাতার বাসিন্দার কথা শুনলে তো মাথায় হাত পড়বেই!! কিন্তু রশিদ রহমান কোন জাতিসত্তা বহন করছেন, তা তারা জানেন নাধর্মের পরিচয়ে নিজের জাতিসত্তার পরিচয় হারিয়ে ফেলেছেন রশিদ রহমানরাকিন্তু এরা কি কখনো জানতে পারবেন, তাদের জাতিসত্তা কীধর্ম যাই হোক না কেন! যদি তা না জানতে পারেন, তাহলে এর জন্য দায়ী কে? রাষ্ট্র না সমাজ নাকি ধর্ম?

Wednesday, September 4, 2013

কবি বেবী সাউ-এর ১০ কবিতা



কবি বেবী সাউ
কবি বেবী সাউ, ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদেনীপুরের কবি  কবিতার জগতেই তার বাসতবে তিনি প্রকাশের জন্য কোনো কবিতা লেখেন নালেখেন নিজের আনন্দেকখনো সত্তা হারানোর কষ্টও তাকে যন্ত্রণা দেয়  কিন্তু ভালোলাগা, মন্দলাগার মধ্যেই কবির কবিতাগুলো ভাষা পায়কবিতা কবিতা হয়ে ওঠে  সবচেয়ে বড় ব্যাপার,কবি বেবী সাউয়ের কবিতার ভাষা অন্যরকমকিন্তু অদ্ভুত ভালোলাগা অনুভূতি জাগায় মনেএর মধ্যে আবার চিত্রকল্প ফুটে ওঠেসত্যিই বিস্ময়কর

কবিতাপ্রেমীদের কাছে বেবী সাউয়ের কবিতা অনবদ্য মনে হবেআর যারা আবৃত্তি করেন, তারা আবৃত্তি করার মতো মশলা হাতের কাছেই পেয়ে যাবেন

কবির লেখা  ছোটবড় ১০টি কবিতা তুলে ধরা হলো- 




১. ---
রপরেও সে ভাবাচ্ছে আমায়
কিছু অস্পষ্ট আলো ,
কিছু সমান্তরাল বক্ররেখা ছাড়া
এ মূহূর্তে যদিও আর কোন বিলাসিতা নেই

পাঁচিলের ওপাশে শিরীষ গন্ধ
নিমগাছে ডানাভেজা কাক                     
ভাবতে ভাবতে সূর্যাস্ত

আর আমার সফর শেষ ছাতিমতলায়!

২.---
ই নাও, সন্ধ্যাদীপ
রাতগন্ধের দেশে,
ফুটপাত ঘেঁষে ,
বিমর্ষ আঙুলে বুলাও
নীল রঙ পাখি

অন্ধকার ছুঁয়ে,
তখনি, দগ্ধ হোক তপ্তস্নাত রৌদ্রদিন

৩. ---

রুমালে গন্ধ ভাঁজ করে রাখিমুখোশের ঠোঙা নিয়ে, এগিয়ে রাখি ঠোঁট তোর স্বাদ নিতে, ভুল করে পুরুষ ভেবে বসি কখনো সখনো

এখানে, পুরুষ মানে, যা ভেবেছিল শকুন্তলা, যা ভেবেছিল নূরজাহান, একদা

সাজানো রঙে যখনই মেঘ আঁকি, ক্যানভাস জুড়ে বসে থাকে একাকী বাথরুমভাঙাভাঙি গ্রিলে, তখন, ঝাঁঝরা হওয়া সকালের কথাকাল রাতে পরিবর্তনের দিন ছিল বুঝেছি, তুই কারো নসনা মেঘের নাকি বৃষ্টির, রোদ্দুরের হওয়া তো সম্ভবই নয়তোর বুকে তখন, এলাচের গন্ধবুঝলাম, রেলিং ঘেরা ব্যালকেনি, কেমন বারান্দা হয়ে যায়!

এই আয়না নিয়ে আমি শহর দেখিআর দৃষ্টি হারাতে হারাতে তোকেএকদিন দেখিস, খাতা, কিছু  পেন, একটা গান নিয়ে তোর হাত ধরবোসমস্ত শৈশবদের ঝুলিয়ে রাখবো ব্ল্যাকবোর্ডের গায় বয়ঃসন্ধির টিপসই এ সেদিন ঠিক বারান্দা খুঁজে নেব!

৪.----
থা ' শব্দটা চিলেকোঠা প্রজাতিপুরনো বইয়ের মলাট, ঝাঁপসা প্রচ্ছদ, নাকভাঙা পুতুল আর এক্কা দোক্কা কাল নিয়ে গুছানো সংসার, তার ভাবি, শেষ মূহূর্তরাই চুপচাপ চিনে নেয় পুকুর পাড়, ল্যাম্পপোস্টের  ধার, জমানো  ইনবক্সের  ভাঙাচোরা অবয়ব
'দিন পর, তুই ওথাকতে, থাকতে ...থাকতে ...থাকতে ...
অস্পষ্ট অক্ষর ...

৫.---
স্তব্ধতার পাঁজরে শুয়ে আছি,
ঘুমের ভেতর ভাসছে জলের গ্লাস,
রোদ চশমা,
চৌকানো দরজায় কালো বেড়াল

কারা যেন দেওয়াল ভিজিয়ে গেল ,
কারা যেন ঘড়ির কাঁটায় বেঁধে দিল মাংসরঙ

শিল্পী তখন শরীর নিয়ে ব্যস্ত
তুলিতে লেগে ঘোড়াদের ছেড়ে যাওয়া লোম         
হৃদযন্ত্র খুলে রেখে ভুলেছি
বিগত জন্মের জন্মঘোলা শোক!
@ ব্যাকব্রাশ @
                                                                                                    

৬.----
রপরেও সে ভাবাচ্ছে আমায়
কিছু অস্পষ্ট আলো,
কিছু সমান্তরাল বক্ররেখা ছাড়া

এ মূহূর্তে যদিও আর কোন বিলাসিতা নেই
পাঁচিলের ওপাশে শিরীষ গন্ধ

নিমগাছে ডানাভেজা কাক
ভাবতে ভাবতে
সূর্যাস্ত
আর আমার সফর শেষ ছাতিমতলায়!

৭.শোক প্রস্তাব                                                                                                 
এ্যাত দিনের স্বেদ স্বাদ
গুছানো লকারের চাবি
অথবা লালিত গোপন দেহসুত্র

নুন মাখা বিকেলের ভিড়ে
ভেসে যায়
তারপর ফুল
তারপর ধুপ
তারপর ...তারপর!
...

স্তুতি বাক্য?
কি প্রয়োজন!
শোক প্রস্তাব বয়ে আনে পাখি

৮.
জন্মসূত্র
শূন্যতায় দাঁড়িয়ে আছে প্রিয় অবয়ব
মনখারাপের বাকল আজ সন্ন্যাসীর গায়

কোন অবশিষ্টতা নেই
ভাঁজে ভাঁজে সাজানো শৈশব উধাও

 স্হির আলস্যে ঘুম চোখ শীত
প্রতিমা-শিল্পীর দেহে কোন লাবণ্য নেই
এরপরও , ধোঁয়া -রং সরিয়ে জন্মসূত্র খুঁজছো ---!
 
৯.
বিরহ
তোমার সপ্তম মেজাজে ছেড়েছি আমার হরিণী সত্তা ,
নির্বিকার হৃদয়ে পান করেছি এ যাবত সঞ্চিত অসুস্থতা

১০.
লক্ষ্য
শকুনের ঠোঁটে আজ পড়ন্ত দুপুর
টানাপোড়ন দিন - রাত্রির

আগুনের ওমে সেঁকে নাও শেষ নৈঋত
গুছানো থাক ক্যানভাসের নীল

ক্লান্ত বিকেল , ডাকবাক্সের লুকানো অক্ষর
পায়ে পায়ে সরে যায় তির্যক কোণ

... তারপর , ঝিনুকের খোলে জমে যায় হেমন্ত

একা শুধু মেপে চলি
মহাবৃত্তের গোল
 ................................