অবশেষে এরশাদ বলিলেন- 'ইয়াও মিং, ইয়াও মিং
- আশিস বিশ্বাস
ফেসবুকীয় ছবি ও তাহার উদ্দেশে নিবেদিত
পংক্তিমালা-
(হাস্যরসাত্মক এ সব উক্তি শুধুই মাত্র বিনোদনের জন্য সংগৃহীত)
- Ishraque
Husain Anita
মানুষ পরিবর্তনশীল - Man is Ershad!!!!
- Hello
Today
প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন এরশাদ
- Subrata
Dev
খবর : সরকার কোন ধরনের চালাকি করলে আত্মহত্যা
করার হুমকি পল্টিবাজ এরশাদের।
সম্পূরক খবর : আগামীকালের প্রথম আলুর
বিনোদন পাতার হেড লাইন "মুখ খুললেন শাবনুর, অনাগত
সন্তানের পিতা বিশ্ববেহায়া লুচ্চা এরশাদ।"
নির্নায়ক খবর : এই হারামজাদার লজ্জা
থাকলে সেই '৯০
এই আত্মহত্যা করত।
- Fatema
Huq
নিউজ ১ - এরশাদ বলেছেন, প্রয়োজনে
আত্মহত্যা করব। বালিশের
নিচে চারটা পিস্তল লোড করে রেখেছি।
নিউজ ২- এরশাদের বাসার সামনে পুলিশ
মোতায়েন।
সংবাদ বিশ্লেষণ: এরশাদ যে হারে ডিগবাজি
দিচ্ছেন,
তাতে যে কোন সময় তার ফ্লাট থেকে ডিগবাজি দিয়ে নিচে পরে যেতে
পারেন। এভাবে
ডিগবাজি দিয়ে নিচে পরে যেন আত্মহত্যা করতে না পারেন, তাই নিচে
মানুষ দাঁড়িয়ে আছে।
টুপ করে পরবে, আর
টুক করে ধরবে !
- Mahbubul
Alam ভাবতে
হবে, তার
পিস্তলের গুলি আসল না নকল ।
- Mahbubul
Alam কেননা
মানুষটাই যে নকল ।
-
Barun Bhowmick Nayan
বাংলাদেশ প্যানাল কোড অনুযায়ী "কোন
ব্যক্তি আত্মহত্যার অভিপ্রায় ব্যক্ত করলে শাস্তিযোগ্য অপরাধ "।
তাই এরশাদ কে গ্রেফতার আইনী প্রক্রিয়ার অংশ। আর অস্র সংরক্ষণনীতি র পরিপন্থীর কথা বলার কারনে অবিলম্বে তার লাইসেন্স বাতিল করে অস্রগুলি সরকারি হেফাজতে নেয়া আইনের চোখে যুক্তিগত। আর সরকারি/'পারিবারিক খরচে তাকে উচ্চতর মানুষিক হাসপাতালে ভর্তি করতঃ জরুরি চিকিৎসা প্রয়োজন।
তাই এরশাদ কে গ্রেফতার আইনী প্রক্রিয়ার অংশ। আর অস্র সংরক্ষণনীতি র পরিপন্থীর কথা বলার কারনে অবিলম্বে তার লাইসেন্স বাতিল করে অস্রগুলি সরকারি হেফাজতে নেয়া আইনের চোখে যুক্তিগত। আর সরকারি/'পারিবারিক খরচে তাকে উচ্চতর মানুষিক হাসপাতালে ভর্তি করতঃ জরুরি চিকিৎসা প্রয়োজন।
-Jakaria Ahammed Khalid (মাইক্রো কাব্য)
পল্টি বন্ধু
পল্টিবন্ধু এরশাদ
পল্টি খাইতে কতোই স্বাদ
আবার পল্টি খাইবা কখন ?
পা তো একটা কবরে এখন।
কথা কইতে মুখে বাজে
পল্টিবাজী কি এখনও সাজে ?
এখন এসব ক্ষ্যেমা দাও
রংপুরেতে ম্যালা দেও।
আল্লাহ-বিল্লাহ করো এবার
ক্ষমতার নাই কোন দরকার
তোমার হাতে পরলে দেশ
লুইট্টা পুইট্টা করবা শেষ।
- Dibaker Sarker
এরশাদ এর আবেগের কুনু দাম নিকি?
এত্তগুলা মাইন্সে তার চরিত্র হনন করতিচে
ক্যা?
এরশাদ আছে বলেই মাঝ রাতে ঘুমন্ত শিশু
জেগে উঠে হেসে আবার ঘুমায়; এই মানুষ আছে বলেই রক্তাক্ত বাংলাদেশের
মানুষ হাসিটা ভুলেনি। আর
যাই হোক আমি প্রতিবাদ জানাই; নো মোর চালাকী ইউথ ড্রীম প্রেসিডেন্ট।
- Gani Adam
জনাব এরশাদ, আপনার
নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সম্পর্কে আমার কোনো কথা নেই। কিন্তু আপনার মতো লোকের পায়ে সরষে তেল
মেখে দিতেও রাজি আছি, যদি প্রতিশ্রুতি দেন যে আত্মহত্যা করবেন। প্রীজ, এই
কথাটা রাখুন। আপনার
পায়ে পড়ি,
প্রীজ, সুইসাইড খান...
আত্মহত্যা মহাপাপ , আমি
রাতের বক্তব্য প্রত্যাহার করে নিলুম
- Tom Cat
এরশাদ চাচার বাসায় রান্নার লোকটা সব
থেকে বিপদে আছে... এরশাদ সকালে বলল,
আমি দুপুরে গরুর মাংস খাব। সাথে বড়
বড় আলু দেবে। ঝোল পাতলা হয় যেন। বেশি মশলার
ঝোল আমি খেতে পারি না।
যে এরশাদ সকালে গরুর মাংস নিয়ে এত কথা
বলল, তাকেই
যখন দুপুরে গুরুর মাংস
খেতে দেয়া হয় তখন তিনি বলেন,
হ্যা আমি বলেছিলাম গরুর মাংস খাব।
তবে গরুর মাংস খাওয়ার
মত পরিস্থিতি এখন নেই। না বুঝেই
রান্না করলে তো হবে না। আমি লাল শাক
দিয়ে ভাত খাব।কই
গরুর মাংস আর কই
লাল শাক।।
তার চেয়ে বিপদে আছে এরশাদের
ড্রাইভার।
গাড়িতে উঠে সে বলে হাতিরঝিল যাও। হাতির
ঝিল আসা মাত্র বলে গাড়ি উ টার্ন
নাও।
হাতি বাদ। বাঘের হাট চল...। পাগলা কখন কি...
- Akramul
Hoque Samim
বেচারা এরশাদের জন্য দুঃখই লাগছে। কথার জোশে বলে
ফেলেছিল সুইসাইড করবে। এখন
আমজনতা তার বাস্তবায়ন দেখার অপেক্ষায় বসে আছে। সিরিকাস কথার কুনু মুল্যয়ান হৈলো না!
- Fazlul
Bari
এরশাদ সেই সৈনিক যার আত্মহত্যা করতে
চারটা গুলি লাগে যিনি দেশের সেনা প্রধান, রাষ্ট্রপতি
ছিলেন, যিনি
আইনসভার সদস্য,
আত্মহননের হুমকির অপরাধেই দেশের প্রচলিত আইনে তাকে গ্রেফতার
করা উচিত।
- Fazlul Bari
আত্মহত্যা করতে যে সাহস লাগে তা এরশাদের
মতো ভীরু পুরুষের নেই। দেশের
আইনের পাশাপাশি ইসলাম ধর্মমতে আত্মহত্যা মহাপাপ। সংবিধানে রাষ্ট্রধর্ম সংযোজন করেছে এই
ভন্ড লোকটাই! একবার এক হুজুর জেনার অপরাধে এরশাদকে দোররা মারার ফতোয়া দিয়েছিল! এখন
তেঁতুল হুজুর কী দেবে নতুন কোন ফতোয়া?
- Chobir
Moto Desh-ছবির মত দেশ
বাংলা সিনেমার একটা একটা সিন মনে আছে ? ভিলেন লালা পরা অট্টহাসি দিয়ে নায়িকার দিকে এগিয়েছে, আর ইজ্জত বাচাইতে অসহায় নায়িকা ভিলেনকে আত্মহত্যার হুমকি দিচ্ছে।
আজকে এরশাদের আত্মহত্যার হুমকি শুনে মনে হচ্ছে কেস খারাপ। লাস্ট টাইমের অভিজ্ঞতায় মনে হয় কোন স্ক্যান্ডাল আছে, হামলাটা সম্ভবত ইজ্জতের উপরেই হয়েছিলো, নাইলে আত্মহত্যার হুমকি কেন?
একটাই সসব কিছুর উপরে গরীবেরম্পদ, আর তা হলো ইজ্জত। সেই ইজ্জতের উপর হামলা হলে, আত্মহত্যা করবে তবু ইজ্জত দিবে না।
একটাই সসব কিছুর উপরে গরীবেরম্পদ, আর তা হলো ইজ্জত। সেই ইজ্জতের উপর হামলা হলে, আত্মহত্যা করবে তবু ইজ্জত দিবে না।
However,
This time HOMO Ershad is truly scared of his ass ! ha ha ha
- Rita Roy
Mithu
বেগম জিয়াকে 'মা' সম্বোধন
করেছি, এর
পরেও কেউ যদি আমারে 'দলকানা'
কয়, আমি কিন্তু 'আত্মহত্যা' করমু , বালিশের নীচে
চারটা ধুতুরা ফুল রাইখা দিছি । কাজেই হিসাব
কইরা কথা কইও!
- Sobak
Pakhi ফেসবুকে
আত্মহত্যার পরিবেশ নাই।
Ashfak Kahar Tuhin Chowdhury Jia Mirja
ক্ষমা করে দাও
এরশাদ ।১৬
কোটি অমানুষ বাঙালীর পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমাপ্রার্থী। তোমার বুকের গভীরে লুকিয়ে থাকা দুঃসহ
যন্ত্রনা হাহাকার উপলব্ধি করবার মত বিবেক বুদ্ধি আজ তারা হারিয়ে ফেলেছে ।কতটা নিষ্ঠুর
নির্মম বেদনা আর কস্ট নিয়ে তুমি বেচে আছ তা মর্মে মর্মে আমি বুঝি। বাংলার
মানুষের মুখের দিকে তাকিয়ে তুমি আজো বিনিদ্র রাত কাটাও মৃত্যু পথের যাত্রী হয়েও।
আফসোস তারা
তোমার সে আকুতি বোঝার অন্তঃ চক্ষু হারিয়ে ফেলেছে। কতটা অসহায় হলে একটা মানুষ বলতে পারে
আমি আত্নহত্যা করব তা আর কেউ না জানুক আমি জানি। কতটা জীবনের ঝুকি নিয়ে তুমি আজো বীরের
মত গর্জে ওঠ ।এই
৮৫ বছরের বৃদ্ব বয়সের ভারকে তুচ্ছ করে সিংহের মত তোমার হুংকার আজ কাঁপিয়ে তুলেছে
জালিমের মসনদ ।শোষকের
রক্তচক্ষু উপেক্ষা করে তোমার দুর্দমনীয় বজ্রকন্ঠের মহিমা শুনে আবার নতুন করে আশায়
বুক বাঁধি রক্তে স্রোতধারা বয়ে যায় নির্যাতিত লক্ষ কোটি আলেম উলামা আর নিপীড়িত
সাধারন মানুষের হ্রদয়ে ।
কোন
ভয়াবহ নিষ্ঠুর তার বলি হয়ে তোমাকে বারবার ওয়াদা ভংগ করতে হয় তাও আমার অজানা নয়। তোমার গর্জনে
বুকে একটু সাহসের ছোয়া লেগেছে আমাদের নেত্রীর। কাল আসছেন তিনি। নতুন রনসাজে আরো ভয়ংকর আন্দোলনের কঠোর
বিপ্লবী ডাক দিবেন তিনি এই স্বপ্ন নিয়ে নিদ্রিত হব আজ রাতে। তবেঁ বাঙালীর আর একবার গর্জে ওঠার পেছনে
যে তুমিও মহানায়ক হয়ে রবে চিরকাল ইতিহাসের সোনালী পাতায় ।চিরটা কাল আমাদের রক্ত চুষে খাওয়া
ভারতের সচিবকে আজ তুমি যে ঝাড়ুপেটা করেছ তার জন্য আবারো স্যালুট তোমায় হে বীর সেনা
- Walina
Choudhury
এরশাদের ইমোশনাল অত্যাচার। থুক্কু
আত্মহত্যা ...
- Khaledur
Rahman Shakil
পাগলা কাগু খেপেছে
আত্মহত্যার বুলি ছুড়ে মেরেছে !!
- শুভ কামাল
এরশাদ একটা জ্বলন্ত বিনোদন, এরশাদ
সংক্রান্ত সকল খবর পত্রিকায় 'জাতীয়' পাতায় না ছেপে
'বিনোদন' পাতায়
ছাপার জোর দাবি জানাই...!!!
- Fatema
Huq
নিউজ ১ - এরশাদ বলেছেন, প্রয়োজনে
আত্মহত্যা করব। বালিশের
নিচে চারটা পিস্তল লোড করে রেখেছি।
নিউজ ২- এরশাদের বাসার সামনে পুলিশ
মোতায়েন।
সংবাদ বিশ্লেষণ: এরশাদ যে হারে ডিগবাজি
দিচ্ছেন,
তাতে যে কোন সময় তার ফ্লাট থেকে ডিগবাজি দিয়ে নিচে পরে যেতে
পারেন। এভাবে
ডিগবাজি দিয়ে নিচে পরে যেন আত্মহত্যা করতে না পারেন, তাই নিচে
মানুষ দাঁড়িয়ে আছে।
টুপ করে পরবে, আর
টুক করে ধরবে !
এরশাদ বলিলেন- 'ইয়াও মিং, ইয়াও মিং
- Fatema
Huq
এরশাদ তখন
প্রেসিডেন্ট। চীন
সফরে গেছেন। হোটেল
কক্ষে ঢোকার জন্য তালার ফুটায় চাবি ঢোকালেন, কিন্তু তালা
আর খোলে না। পাশ
থেকে চীনা হোটেলবয় বলে উঠল, 'ইয়াও মিং, ইয়াও মিং।' এরশাদ অবাক।
রাতে তার জন্য
'বিশেষ' আয়োজন
করল চীন সরকার। দেশটির
সবচেয়ে রূপবতী ১৬ বছরের মেয়েকে রাখা হলো এরশাদের খেদমতের জন্য। ভায়াগ্রার
(মেড ইন চায়না) কল্যাণে চাচা এই বয়সেও ভালো পারফর্ম করলেন। সমস্যা একটাই। মেয়েটা তীব্র চিৎকার করে শুধু বলে গেল,
'ইয়া মিং, ইয়াও
মিং।' এরশাদ
আরও অবাক।
পরের দিন
এরশাদ গেছেন গলফ খেলতে। এক
শটেই বল ফেললেন গর্তে। কিন্তু
কেউ হাতহালি তো দিলই না, বরং চিৎকার করে উঠল, 'ইয়াও
মিং ইয়াও মিং'। এরশাদ এবার
মহা অবাক। ঘটনাটা
কী? কৌতূহল
দমিয়ে রাখতে না পেরে দোভাষীকে জিগ্যেস করলেন, 'এই ইয়াও মিং
মানে কী?'
দোভাষীর উত্তর, 'স্যার, এটার
মানে--ভুল ফুটা।'
আওয়ামী লিগ আর বিএনপি যতই এরশাদ নামের পুতুলটার ভেতরে চাবি ঢুকিয়ে ঘোরাক, এরশাদ মিটিমিটি হাসবেন আর বলবেন, 'ইয়াও মিং, ইয়াও মিং!'
আওয়ামী লিগ আর বিএনপি যতই এরশাদ নামের পুতুলটার ভেতরে চাবি ঢুকিয়ে ঘোরাক, এরশাদ মিটিমিটি হাসবেন আর বলবেন, 'ইয়াও মিং, ইয়াও মিং!'
No comments:
Post a Comment