Saturday, December 28, 2013

দেখুন, কাদের আছে দেশপ্রেম!!



দেখুন, কাদের আছে দেশপ্রেম!!


Published on Dec 19, 2013


হরিণ ছানার বাংলাদেশ -


জানো নাকি মা এখান থেকে বহু দূরে
আছে যে এক মিষ্টি মধুর দেশ,
তুমি কি জানো সেই দেশটার নাম?
সেই দেশটার নাম বাংলাদেশ

তুমি কি আমায় নিয়ে যাবে সেই দেশে?
রোদের সাথে খেলব সারাদিন,
ঘুমিয়ে পড়বো সবুজ নরম ঘাসে,
বৃষ্টি জলে ভিজব ভাবনাহীন

সেখানে আছে যে তোমার দাদা-দাদী, নানা-নানি,
আছে আরও কত আপনজন,
বলবে তারা আদর করে তোমায়,
হরিণ ছানা তোমায় স্বাগতম!

বাংলাদেশের সব মানুষই ভাল,
শুধু আছে অল্প কিছু দুষ্টু লোক!
তাদের হাতে পড়বো না আর বাঁধা,
বাংলাদেশের সবার ভাল হোক।।



-----" হরিণ ছানাকে নিয়ে আমরা বাংলাদেশ ছেড়ে এসেছি আজ প্রায় আড়াই বছর হতে চলল ওকে আমরা সবসময় খুব সুন্দর একটা বাংলাদেশের গল্পই শুনিয়েছি এবং ভবিষ্যতেও শোনাবোএ গানটা হরিণ ছানার মতো আরও অসংখ্য শিশুদের উৎসর্গ করলাম, যারা দেশ থেকে বহুদূরে বাংলাদেশের জন্য বুকভরা ভালবাসা নিয়ে বেড়ে উঠছে।"

 সংগ্রহ: http://www.youtube.com/watch?v=XFFz0mFSwDE

 হরিণ ছানা ভিডিও নিয়ে এটিএন নিউজের ইয়ং নাইটে আলোচনা-

https://www.youtube.com/watch?v=jKkN_0bHbB4


No comments: