Thursday, December 26, 2013

বাঙালি জাতির রক্তের গ্রুপ সি পজেটিভ !!



বাঙালি জাতির রক্তের গ্রুপ সি পজেটিভ!!

 
রক্তের গ্রুপ


মানুষের রক্তের গ্রুপ হচ্ছে- A, B, AB এবং O। এর মধ্যে আবার নেগেটিভ-পজেটিভ আছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের রক্তের গ্রুপের সঙ্গে পৃথিবীর আর কোনো দেশের মানুষের রক্তের গ্রুপ মিলবে না। কারণ, বাংলাদেশের মানুষ ভিন্ন ধরনের রক্তের গ্রুপ নিয়ে দিব্যি বেঁচে আছেন এবং সেটা রক্তের গ্রুপ সি পজেটিভ নিয়ে, যা পৃথিবীর আর কোনো মানুষের নেই।

বাংলাদেশের সাধারণ মানুষের রক্তের গ্রুপ কীভাবে সি পজেটিভে হলো, তার একটি মজাদার ব্যাখ্যা পাওয়া গেছে। এটি আরিফ আর হোসেনের ফেসবুক স্ট্যাটাস থেকে সংগ্রহ করা।

তাহলে আসুন জেনে নিই, বাংলাদেশের মানুষের রক্তের গ্রুপ কীভাবে সি পজেটিভ -


- বস, আপনার রক্তের গ্রুপ কী?

- সি- পজিটিভ

- ও আল্লাহ... এটা কুন গ্রুপ?’

- এটা বাংলাদেশি আম জনতার গ্রুপ

... ...

মাত্র ৯ মাসেই স্বাধীন করে ফেলেছি ... কিন্তু, ৪২ বছরেও গোছাতে পারিনি দেশটা

আমাদের সবচেয়ে কমন রক্তের গ্রুপ হলো B-positive; ৪২ বছর থেকে কিন্তু এই বি-পজেটিভঅ্যাটিচিউড নিয়েই আমরা অপেক্ষা করছি দেশটা গোছানোর-

... আগাচ্ছেই না!

স্বাধীনতার ৪৩তম বছরের বিজয়ের মাসে; আজকে বাদে, প্রতি কার্যদিবসেই অবরোধ ছিল।

এখনও আমরা হাল ছাড়িনি... এত কিছুর পরেও, আমরা ভালো কিছু দেখার অপেক্ষায় আছি।

সি পজেটিভ


প্রতিদিনই মনে করছি, এই কালকেই হয়ত সবকিছু ঠিক হয়ে যাবে

... প্রতিদিনই...

 এখনও দেশের আমজনতা বিরক্ত হয়ে, এক নেত্রীকে আরেক নেত্রীর ওপরে আছাড় মারার কথা চিন্তা করছে না।

এখনও ... এখনও, আমরা অপেক্ষা করছি to SEE something POSITIVE (সি পজেটিভ)

...আমাদের রক্তের গ্রুপ তো আলাদা হবেই...!!           

Be-Positive ছাড়িয়ে ... See-Positive ছাড়া আর কিই-বা হতে পারে?

সৌজন্যে-  https://www.facebook.com/TheVoices

No comments: