Monday, November 18, 2013

জেনে নিন আপনার জেলার প্রতিষ্ঠা সাল

জেনে নিন আপনার জেলার প্রতিষ্ঠা সাল

বাংলাদেশকে এক সময় ১৯টি বৃহত্তর জেলায় ভাগ করা হয়েছিল। এ জেলাগুলোর বেশির ভাগই ইংরেজ আমলে প্রতিষ্ঠা পেয়েছিল। এগুলো প্রতিষ্ঠার কারণও ছিল। এর মধ্যে ব্যবসায়িক সুবিধা, যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন কারণ রয়েছে। তার ইতিহাস লিখতে গেল লেখার আকার অনেক বড় হয়ে যাবে। সে বিষয়ে অন্যসময়ে লেখা যেতে পারে। আপাতত জেনে নিন আপনার প্রিয় জেলাটি কত সালে প্রতিষ্ঠা পেয়েছিল।



১.  ঢাকা                    -  ১৭৭২  সাল

২. চট্টগ্রাম                -  ১৬৬৬  সাল

৩. খুলনা                  -  ১৮৮২  সাল

৪. বাকেরগঞ্জ           -  ১৭৯৭  সাল (উল্লেখ্য, বাকেরগঞ্জ বর্তমানে বরিশাল জেলার অন্তর্গত)

৫. যশোর                 -  ১৭৮১  সাল

৬. ফরিদপুর            -  ১৮১১   সাল


৭. ময়মনসিংহ        -  ১৭৮৭ সাল

৮. বগুড়া                 -  ১৮২১   সাল

৯.পার্বত্য চট্টগ্রাম    -  ১৮৬০ সাল

১০.রাজশাহী           -  ১৭৭২  সাল

১১. রংপুর                -  ১৭৬৯  সাল

১২. দিনাজপুর         -  ১৭৮৬/১৯৪৭ সাল

১৩. পাবনা               -  ১৮৭৯  সাল

১৪. সিলেট               -  ১৭৮২ এবং ১৯৪৭ সাল

১৫. কুমিল্লা               -  ১৭৯০  সাল

১৬. চাঁদপুর              -  ১৯৮৪  সাল

১৭. নোয়াখালী         -  ১৮২১  সাল

১৮. কুষ্টিয়া                -  ১৯৪৭  সাল

১৯. পটুয়াখালী         -  ১৯৬৯  সাল


১৯৭১ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানে মোট জেলা ছিল ১৮টি। ১৯৭০ সালে (১৯৬৯ সালে জেলা হিসেবে প্রতিষ্ঠা পেলেও ঘোষণা দেওয়া হয় ১৯৭০ সালে) টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠিত হয়। আবার পটুয়াখালী ১৯৬৯ সালে জেলা হিসেবে প্রতিষ্ঠা পেলেও ১৯৭২ সালে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এখানে সূত্র হিসেবে উইকিপিডিয়াকে ব্যবহার করা হয়েছে। 

No comments: