gizmodo.com
বর্তমানে এয়ারবাসটির দৈর্ঘ্য ২৬৬ ফুট ও প্রস্থ ৯৭ ফুট। তবে শেষে এটি লম্বায় ৪০০ ফুট হবে। আর এটি বর্তমানে ৬৬ টন ওজন বহন করতে পারবে। পরে এয়ারোস কর্প ২৫০টন ও ৫০০ টন ওজন বহনক্ষম করে তৈরি করবে।
সবচেয়ে মজার ব্যাপার, এটিকে উড়ন্ত হোটেল হিসেবেও ব্যবহার করা যাবে। প্রয়োজনে আলোচনা সভাও করা যাবে এই এয়ারশিপে। এটিই হবে ভবিষ্যতের এয়ারশিপের প্রথম অধ্যায়।
The Aluminum Airship of the Future Has Finally Flown |
ঢাকা: উড়োজাহাজে নতুন একটি ধারা
যুক্ত হয়েছে। অ্যালুমিনিয়াম
ও কার্বন আঁশ দিয়ে তৈরি বিশাল আকৃতির এয়ারবাস তৈরি করা হয়েছে। এয়ারোস
কর্প এটি তৈরি করেছে। এয়ারবাসটি
দেখলে মনে হবে
যেন ভিনগ্রহ থেকে আসা এলিয়েনদের উড়োজাহাজ।
এটি গত রোববার
মার্কিন আকাশে উড়েছে প্রথমবারের মতো। এটি
তৈরি করতে খরচ পড়েছে ৩৫
মিলিয়ন ডলার। এটি
পরিশোধিত তেলে চলবে না,চলবে
হিলিয়াম গ্যাসে। এ হিলিয়াম গ্যাস
পৃথিবীর মধ্যে সবচেয়ে হালকা গ্যাস।
বর্তমানে এয়ারবাসটির দৈর্ঘ্য ২৬৬ ফুট ও প্রস্থ ৯৭ ফুট। তবে শেষে এটি লম্বায় ৪০০ ফুট হবে। আর এটি বর্তমানে ৬৬ টন ওজন বহন করতে পারবে। পরে এয়ারোস কর্প ২৫০টন ও ৫০০ টন ওজন বহনক্ষম করে তৈরি করবে।
সবচেয়ে মজার ব্যাপার, এটিকে উড়ন্ত হোটেল হিসেবেও ব্যবহার করা যাবে। প্রয়োজনে আলোচনা সভাও করা যাবে এই এয়ারশিপে। এটিই হবে ভবিষ্যতের এয়ারশিপের প্রথম অধ্যায়।
No comments:
Post a Comment