বাংলাদেশের
সেরা ২০টি অনলাইন পত্রিকা
:: প্রেসবার্তাডটকম প্রতিবেদন ::
(২ নবেম্বর
২০১৩)- যুক্তরাষ্ট্রের ইলিনয়স স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৭৪ সালে ‘নিউজ রিপোর্ট’
নামের
প্রথম অনলাইন সংবাদপত্র প্রকাশিত হয়। এরপর বিভিন্ন সংবাদপত্র তাদের অনলাইন সংস্করণ চালু করে। তবে
সত্যিকারের অনলাইন সংবাদের ক্ষেত্র হিসেবে পরিণত হয় ‘সাউথপোর্ট
রিপোর্টার’। এটি
২০০০ সালে যুক্তরাজ্য থেকে প্রকাশিত হয়।
বাংলাদেশে
অনলাইন সংবাদমাধ্যমের যাত্রা শুরু হয় ২০০৫ সালে বিডিনিউজ২৪ডটকম এর মাধ্যমে। বাংলাদেশে
অনলাইন সাংবাদিকতার জনক আলমগীর হোসেনের নেতৃত্বে ২০০৬ সালের ২২ অক্টোবর পুরোপুরি
কাজ শুরু করে বিডিনিউজ। পরে
বিডিনিউজ ছেড়ে বাংলানিউজ২৪ডটকম প্রতিষ্ঠা করেন তিনি।
ওয়েবসাইট র্যাঙ্কিং প্রতিষ্ঠান অ্যালেক্সার হিসাব অনুযায়ী বাংলানিউজটোয়েন্টিফোর.কম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম। বাংলানিউজের বাংলাদেশ র্যাঙ্কিং ৫। এরপরে আছে প্রিন্ট মিডিয়া প্রথম আলোর অনলাইন সংস্করণ প্রথম আলো ডটকম। পত্রিকাটির বাংলাদেশ র্যাঙ্কিং ৭।
ওয়েবসাইট র্যাঙ্কিং প্রতিষ্ঠান অ্যালেক্সার হিসাব অনুযায়ী বাংলানিউজটোয়েন্টিফোর.কম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম। বাংলানিউজের বাংলাদেশ র্যাঙ্কিং ৫। এরপরে আছে প্রিন্ট মিডিয়া প্রথম আলোর অনলাইন সংস্করণ প্রথম আলো ডটকম। পত্রিকাটির বাংলাদেশ র্যাঙ্কিং ৭।
প্রথম-আলো
ডটকম পাঠকপ্রিয় পোর্টাল হলেও অনলাইন পত্রিকা বলতে যা বোঝায়, তা নয় বলে এই তালিকায়
প্রথম আলোর পোর্টালকে অন্তর্ভূক্ত করা যাচ্ছেনা।
অ্যালেক্সার
হিসাব অনুযায়ী সেরা ২০টি বাংলাদেশি অনলাইন পত্রিকা
১. বাংলানিউজটোয়েন্টিফোর.কম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৫
২. বিডিনিউজটোয়েন্টিফোর.কম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৯
৩. নতুনবার্তাডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ১৬
৪. বাংলামেইল২৪ডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ১৮
৫. ঢাকাটাইমস২৪ডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ২০
৬. পরিবর্তনডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ২২
৭. শীর্ষনিউজডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৩৮
৮. আরটিএনএন.নেট পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৪০
৯. রাইজিংবিডিডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৪৪
১০. জাস্টনিউজবিডিডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৪৯
১১. হ্যালো-টুডেডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৫২
১২. শেয়ারনিউজডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৫৪
১৩. আমাদেরসময়বিডিডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৫৮
১৪. বেঙ্গলিনিউজ২৪ডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৬৩
১৫. ২৪লাইভনিউজপেপারডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৬৫
১৬. তাজাখবরডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৭০
১৭. প্রাইমনিউজবিডিডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৭৫
১৮. বিএসএসনিউজডটনেট পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৮০
১৯. টাইমসওয়ার্ন্ড২৪ডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৮২
২০. ডিনিউজবিডিডটকম পত্রিকাটির
বাংলাদেশ র্যাঙ্কিং ৮৩
No comments:
Post a Comment