Wednesday, December 3, 2014

Linguistic family tree reveals the roots of Nordic languages

Science Alert










This family tree illustrates the lineages of Indo-European and Uralic languages though-out human history, and how some of the world's most-used languages came to be. And it's pretty enough to put on your wall.

Sweden-based artist, Minna Sundberg, has created an enormous linguistic family tree to illustrate how the earliest Nordic languages gave rise to the incredible diversity of native tongues that exist around the world today.


The infographic was created as part of Sundberg's webcomic, called Stand Still. Stay Silent, set 90 years after a catastrophic event that obliterated all but a tiny population of survivors in Iceland, Norway, Sweden, Denmark and Finland, which is why Asian languages were not included in this case.

Working with Ethnologue, the most comprehensive online catalogue for the world’s known living languages, Sundberg starts with the Indo-European family and works her way up to widely used modern languages such as Hindi, English, Spanish, and German, and also the smaller family of Uralic languages, native to Hungary, Finland, and Estonia.

The name "Uralic" comes from this linguistic family's original homeland, called Urheimat, thought to have been situated in the Ural Mountains, which extend north to south through western Russia.

Writing at her website, Sundberg mentions that as there are several hundred languages that spring from the Indo-European line, she could only include those that currently have more than one million speakers in her infographic. 

Of course, the evolution of language involves many highly complex interactions and minutiae that couldn't be represented in this format, but we still think it's a pretty awesome way to visualise the lineage of language. 




Wednesday, November 12, 2014

বিশেষ সাক্ষাৎকার : হামিদ মীর - যুদ্ধাপরাধ ইস্যু ১৯৭৪ সালে নিষ্পত্তি হয়নি


বিশেষ সাক্ষাৎকার: হামিদ মীর
যুদ্ধাপরাধ ইস্যু ১৯৭৪ সালে নিষ্পত্তি হয়নি
Hamid Mir




হামিদ মীর পাকিস্তানের একজন খ্যাতনামা সাংবাদিক, টেলিভিশন উপস্থাপক ও নিরাপত্তা বিশ্লেষক১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নিষ্ঠুরতার জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবিতে সরব পাকিস্তানিদের অন্যতম তিনিএ বিষয়ে গত সপ্তাহে তাঁরই লেখা এক নিবন্ধ অনুমতি ছাড়া সম্পাদনা করে প্রকাশের পর তিনি পাকিস্তানের উর্দু দৈনিক জংয়ে লেখা বন্ধ করার ঘোষণা দিয়েছেনমাত্র ৩০ বছর বয়সেই পাকিস্তানের একটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করা হামিদ মীর বর্তমানে পাকিস্তানের জিও নিউজের নির্বাহী সম্পাদকগত রবিবার কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধের বিচার, পাকিস্তানের প্রতিক্রিয়াসহ বিভিন্ন বিষয় উঠে এসেছেহামিদ মীরের সাক্ষাৎকার নিয়েছেন কালের কণ্ঠের কূটনৈতিক প্রতিবেদক মেহেদী হাসানবাংলায় ভাষান্তর করে সাক্ষাৎকারটি পুরোপুরি প্রকাশ করা হলো

কালের কণ্ঠ: হামিদ মীর, গত বছরের মার্চ মাসে ঢাকায় শেরাটন হোটেলের বারান্দায় বসে আপনার সাক্ষাৎকার নেওয়ার সময়ের একটি ঘটনা বলতে চাইআপনি আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেনমুক্তিযুদ্ধ সম্মাননা নিতে আসা আরো কয়েকজন পাকিস্তানি আপনার কাছে এসে দৃষ্টি আকর্ষণ করলেনএরপর আপনি আমাদের বলেছিলেন, তাঁরা ভয় পাচ্ছেনকারণ বাংলাদেশ নিয়ে আপনার বক্তব্য আবার না 'পাকিস্তানবিরোধী' হয়ে যায়! বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা নেওয়ার পর আপনি পাকিস্তান ফেরার পর কি কোনো সমস্যায় পড়েছিলেন? আপনার সেদিনের সহযাত্রীদের মতো আপনি কি আজও বাংলাদেশ নিয়ে কথা বলে ঝামেলায় পড়ার আশঙ্কা করছেন?

হামিদ মীর: প্রথমে আমি বলব, ২০১৩ সালে আমি পাকিস্তানের 'হিলাল-এ-ইমতিয়াজ'-এর জন্য মনোনীত হয়েছিলামএটি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারপাকিস্তানের প্রেসিডেন্টের কাছ থেকে ওই পুরস্কার নেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিলকিন্তু একই সময়ে বাংলাদেশ সরকারও আমার বাবা অধ্যাপক ওয়ারিস মীরকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা জানানোর জন্য মনোনীত করেঢাকায় যেদিন বাবার সম্মাননা দেওয়া হবে সেদিন পাকিস্তানেও আমার পদক নেওয়ার কথাআমি সিদ্ধান্ত নিলাম, বাংলাদেশেই আসবআমার বাবা ১৯৭১ সালে সামরিক অভিযানের বিরোধিতা করেছিলেন বাবার পক্ষে আমি তাঁর সম্মাননা নিলামআসমা জাহাঙ্গীর, সালিমা হাশমিসহ অন্যরাও সেদিন সম্মাননা গ্রহণ করেছিলেনকিন্তু যখন আমরা পাকিস্তানে ফিরে যাই তখন আমি কিছু লেখক ও টেলিভিশন উপস্থাপকের রোষানলে পড়িআমি কেন পাকিস্তানের বড় পুরস্কারের প্রতি অনীহা দেখিয়ে বাংলাদেশে এসেছিলাম- এটিই তাঁদের ক্ষোভের কারণতাঁরা রেগে গিয়েছিলেনকেন আমি বাংলাদেশের কাছে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি করি? কেন আমি নৃশংসতায় জড়িত পাকিস্তান সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিচার দাবি করি?

সামাজিক গণমাধ্যমে আমার বিরুদ্ধে হুমকি আসতে শুরু করেবাংলাদেশের সম্মাননা নেওয়া অন্য পাকিস্তানিরা সমালোচিত হয়েছেনকিন্তু টেলিভিশনের অনুষ্ঠানগুলোতে আমাকে সংঘবদ্ধ আক্রমণ করা হয়েছেকারণ আমি অন্যদের তুলনায় বেশি জনপ্রিয় ছিলাম

গত ১৯ এপ্রিল করাচিতে আমার ওপর হামলা হয়ছয়টি গুলি আমার শরীরে লাগেএখনো আমার শরীরে দুটি গুলি রয়ে গেছেজামায়াতে ইসলামীর এক নেতা আমাকে হাসপাতালে দেখতে এসেছিলেনতিনি বলেছিলেন, 'মিস্টার মীর, আমরা জানি যে আপনি সব সময় রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকার বিরোধিতা করেছেনআর আপনি সমর্থন করেছেন সাবেক স্বৈরশাসক মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারকেতবে আপনি অবশ্যই মনে রাখবেন, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর ভূমিকার বিষয়ে আপত্তিকর কথা বলার কারণেই আপনার ওপর হামলা হয়েছে'

কালের কণ্ঠ: বাংলাদেশিরা, বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করেযুদ্ধ করে এ দেশ স্বাধীন হয়েছে, কারো দানে বা দয়ায় হয়নি পাকিস্তানিরা ১৯৭১ সালকে কিভাবে দেখে? ১৯৭১ সাল কি এখনো পাকিস্তানের জন্য বড় ইস্যু? আমার মনে হয়, আপনারা যাঁরা নৃশংসতা, গণহত্যার বিরোধিতা করেছিলেন তাঁরা চাননি যে পাকিস্তান ভেঙে আলাদা রাষ্ট্র হোকএ ধারণা কি ঠিক?

হামিদ মীর: ১৯৭১ সাল পাকিস্তানে কোনো ইস্যু নয়একাত্তরের বাস্তবতা জানেন এমন সুশিক্ষিত পাকিস্তানির সংখ্যা খুব কমবাকিরা মনে করেন, ১৯৭১ সালে ভারত পাকিস্তানে আক্রমণ করে এবং বাংলাদেশ সৃষ্টি হয়যখন আমরা তরুণ প্রজন্মকে সত্যটা শেখাতে চাই তখন ডানপন্থীরা আমাদের 'বিশ্বাসঘাতক' বলেন

আমরা মনে করি, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলকিন্তু পাকিস্তান কর্তৃপক্ষ আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর না করে সামরিক অভিযান শুরু করেছিলপাঞ্জাবিদের অনেক আগেই বাঙালিরা 'পাকিস্তান মুভমেন্ট' শুরু করেছিলপাকিস্তান কর্তৃপক্ষ যখন সংখ্যাগরিষ্ঠের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেখাতে অস্বীকৃতি জানাল তখন সংখ্যাগরিষ্ঠরা পাকিস্তানকেই বিদায় জানিয়ে দিল১৯৭১ সালে আমি স্কুলে যেতামআমার দুটি বিষয় ভালো মনে আছেআমার মা-বাবা সামরিক অভিযানের বিরোধী ছিলেনপাকিস্তান ভেঙে বাংলাদেশ হওয়ার পর তাঁদের মন খুব খারাপ ছিলতবে তাঁরা আমাকে বলেছিলেন, বাঙালিরা বিশ্বাসঘাতক নয়

কালের কণ্ঠ: ১৯৭১ সাল বাংলাদেশের জন্য বড় ইস্যুবাংলাদেশ সরকার গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আসছেএ দাবি পূরণ করা পাকিস্তানের পক্ষে কতটা সম্ভব? ঐতিহাসিক ক্ষত কাটিয়ে উঠতে এটি কতটা সহায়ক হতে পারে?

হামিদ মীর: প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চায়ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মনে করেন, বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশে কোনো ক্ষতি নেইরেলপথমন্ত্রী খাজা সাদ রফিক ও সরকারের আরেক মিত্র সিনেটর হাশিল বিজিনজু বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়ে সংসদে আলোচনা শুরু করতে প্রস্তুত ছিলেনকিন্তু গত বছর আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের বিষয়টি তাঁদের জন্য কিছু সমস্যার সৃষ্টি করেছে মোল্লার ফাঁসির বিরুদ্ধে সরকারকে বিবৃতি দিতে মন্ত্রিসভার বৈঠকে চাপ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসারকিন্তু প্রধানমন্ত্রী তাতে অস্বীকৃতি জানানতথ্যমন্ত্রী পারভেজ রশিদ ও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান নাক গলাতে পারে নাকিন্তু জামায়াতে ইসলামীর দুজন সদস্য যখন কাদের মোল্লার সমর্থনে জাতীয় পরিষদে প্রস্তাব উপস্থাপন করলেন তখন সরকারদলীয় সদস্যরা নীরব থাকলেনআর এতেই প্রস্তাব গৃহীত হলোপ্রধানমন্ত্রী সেদিন জাতীয় পরিষদের অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন নামতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায় হওয়ার পর সরকার এখন আবার চাপে পড়েছে

নিসার আলী নিজামিকে সমর্থন করেছেনকিন্তু প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পররাষ্ট্র মন্ত্রণালয়কে চুপ থাকতে বলেছেনকৌতূহলের বিষয় হলো, অন্যতম বিরোধী নেতা ইমরান খান বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়ার পক্ষে থাকলেও সাম্প্রতিক সময়ে এই ইস্যুতে নীরবএর কারণ হলো, খাইবার পাখতুন প্রদেশে তিনি জামায়াতে ইসলামী জোটের শরিকনওয়াজ শরিফের সরকার টিকে গেলে তারা একদিন বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে বলে আমি আশা করি

কালের কণ্ঠ: মুক্তিযুদ্ধ ও এর পরবর্তী সময়ে ভারতের ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করেন?

হামিদ মীর: ১৯৭১ সালে ভারত পাকিস্তানি বাহিনীকে পরাজিত করতে পেরেছিল মুক্তিবাহিনীর জন্যইকিন্তু ১৬ ডিসেম্বর পাকিস্তানি জেনারেলের আত্মসমর্পণ দলিল স্বাক্ষর অনুষ্ঠানে মুক্তিবাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন নাভারতের সেনাবাহিনী এ ধারণাই দিতে চেষ্টা করেছে যে তারাই বাংলাদেশ সৃষ্টি করেছে কিন্তু তা ঠিক নয়

কালের কণ্ঠ: যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে আসা যাকএ বিচার সম্পর্কে আপনার ব্যক্তিগত মত কী? পাকিস্তানিরাই বা একে কিভাবে দেখে?

হামিদ মীর: বাংলাদেশের যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল পাকিস্তানে বড় কোনো ইস্যু নয়বড় সব দল এ বিষয়ে নীরবকেবল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াতে ইসলামীর নেতারা এর বিরোধিতা করছেন

কালের কণ্ঠ: হ্যাঁ, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধাপরাধের বিচার নিয়ে অনেক কথাই বলছেনবাংলাদেশ এর প্রতিবাদও জানিয়েছেযুদ্ধাপরাধের বিচার কি আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় মনে করছেন না?

হামিদ মীর: পাকিস্তানের বেশির ভাগ মানুষই যুদ্ধাপরাধের বিচারকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখেদ্বিতীয়ত, আমরা ১৯৭৪ সালের ৯ এপ্রিল ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তিকে অগ্রাহ্য করতে পারি নাভারতের কারাগারে ১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তা ছিলেনওই চুক্তির আওতায় ১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তাকে হস্তান্তরের দাবি প্রত্যাহার করতে হয়েছিল বাংলাদেশকেবাংলাদেশ তাঁদের বিচার করতে চেয়েছিলকিন্তু পাকিস্তান স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশ তার অবস্থান বদলায়

বি জেড খসরুর 'দ্য বাংলাদেশ মিলিটারি ক্যু অ্যান্ড দ্য সিআইএ লিংক' বইয়ে যুক্তরাষ্ট্রের কিছু সরকারি নথির বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তানকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র ভারতকে ব্যবহার করেছে১৯৫ জন পাকিস্তানি সেনা কর্মকর্তার বিষয়ে নীতি বদলাতে ভারত বাংলাদেশকে চাপ দেয়কারিগরিভাবে ১৯৭১ সালের সামরিক অভিযান চালিয়েছিলেন মূলত পাকিস্তানের সেনা কর্মকর্তারা জামায়াতে ইসলামী কেবল তাঁদের সহযোগিতা করেছে

অনেক পাকিস্তানিই প্রশ্ন করেন, যদি সেনা কর্মকর্তাদেরই বিচার না হয়, তবে কেবল জামায়াতে ইসলামীর কেন? তবে এটিও উল্লেখ করার মতো বিষয় যে বাংলাদেশে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে পাকিস্তানে জনমত সৃষ্টিতে জামায়াতে ইসলামী ব্যর্থ হয়েছে


কালের কণ্ঠ: পাকিস্তান ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ফিরিয়ে নিয়ে বিচার করেনি এখন কিছু পাকিস্তানি রাজনীতিক এবং বাংলাদেশ ও পাকিস্তান- দুই দেশের জামায়াতই বলছে, ১৯৭১ সালের ঘটনাবলির সমাধান ১৯৭৪ সালেই হয়ে গেছেআপনিও কি তাই মনে করেন?


হামিদ মীর: নাহামুদুর রহমান কমিশন ১৯৭১ সালে বাঙালিদের বিরুদ্ধে নৃশংসতা চালানো কিছু ব্যক্তিকে চিহ্নিত করেছেপাকিস্তানে তাদের কারোরই বিচার হয়নি

কালের কণ্ঠ: যুদ্ধাপরাধ, নৃশংসতার কথা তো পাকিস্তানি লেখকদের বইয়েও স্থান পেয়েছে

হামিদ মীর: জেনারেল নিয়াজি ১৯৭১ সালে ধর্ষণকে উৎসাহিত করেছিলেন- এর সাক্ষ্য দিচ্ছে অবসরপ্রাপ্ত পাকিস্তানি সেনা কর্মকর্তা মেজর জেনারেল খাদিম হোসেন রাজার লেখা বই 'অ্যা স্ট্র্যাঞ্জার ইন মাই ওউন কান্ট্রি'এটি আমাদের জন্য লজ্জারওই বইয়ের তথ্য নিয়ে পাকিস্তান সেনাবাহিনী কখনো ভিন্নমত পোষণ করেনিআসলে ওই বইটি শর্মিলা বোসের মুখে চপেটাঘাতের শামিলআরেকটি বই, মেজর জেনারেল আবু বকর উসামা মিথার লেখা 'ফ্রম বোম্বে টু জিএইচকিউ'তে ১৯৭১ সালে নৃশংসতার বিষয়টি নিশ্চিত করা হয়েছেপাকিস্তানিদের লেখা এসব বই খুনি ও ধর্ষকদের বিরুদ্ধে ইতিহাসের বিচার হয়ে দাঁড়াচ্ছে

কালের কণ্ঠ: সাম্প্রতিক সময়ে আপনার বিরুদ্ধে পাকিস্তানে ঘৃণ্য অপপ্রচার শুরু হয়েছেমুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের টেলিভিশনের সঙ্গে আপনার কথোপকথনকে ভারতীয় টেলিভিশনের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে কথোপকথন বলে নতুন মাত্রা দেওয়ার চেষ্টা চলছেএর কারণ কি শুধুই মুক্তিযুদ্ধ নিয়ে আপনার অবস্থান?

হামিদ মীর: গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে প্রকাশ্যে ও গোপনে যোগাযোগ আছে এমন কিছু পাকিস্তানি সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছেনগত বছর বাংলাদেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ তাঁরা ব্যবহার করছেনঅথচ ওই মিথ্যাবাদীরা দাবি করছেন যে আমি ভারতের কিছু টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচার দাবি করেছি

এআরওয়াই চ্যানেলের টিভি উপস্থাপক মুবাশির লুকমানসহ এসব ব্যক্তি বলছেন, হামিদ মীর ভারতের হয়ে কাজ করেনআসলে তাঁরা আমাকে ঘৃণা করেনকারণ আমি সব সময়ই গণতন্ত্রের সমর্থক ছিলামওই মুবাশির লুকমান ২০০৭ সালে সাবেক স্বৈরশাসক মোশাররফের মন্ত্রিসভার মন্ত্রী হয়েছিলেনকয়েক সপ্তাহ আগে তাঁর সরাসরি সম্প্রচারিত আলোচনা অনুষ্ঠানে তিনি প্রকাশ্যেই সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণ করতে বলেছিলেনতিনি বিচারকদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন এবং বর্তমানে আদালত অবমাননার অভিযোগ মোকাবিলা করছেনআমি এমন কিছু শক্তির নিশানায় পরিণত হয়েছি যারা চায়, সেনাবাহিনী পাকিস্তানে সামরিক শাসন জারি করুকআমি প্রকাশ্যেই এর বিরোধিতা করছিকারণ আমি মনে করি, আরেকটি সামরিক অভ্যুত্থান পাকিস্তানের অবশিষ্ট অংশকেও ভাঙবে

কালের কণ্ঠ: বন্ধু হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা ও চ্যালেঞ্জগুলো কিভাবে দেখেন?

হামিদ মীর: বাংলাদেশ অগ্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছেতবে একই সঙ্গে আমি মনে করি, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ বাংলাদেশ, পাকিস্তান ও ভারত- সবার জন্যই অভিন্ন সমস্যা হয়ে উঠছেউগ্রবাদকে পরাজিত করতে দক্ষিণ এশিয়ার সব দেশকে অবশ্যই হাত মেলাতে হবেআমাদের শান্তির শত্রুদের পরাজিত করতে অবশ্যই যৌথ কৌশল নিয়ে অগ্রসর হতে হবে


কালের কণ্ঠ: আপনাকে ধন্যবাদ
হামিদ মীর: কালের কণ্ঠ ও তার পাঠকদেরও ধন্যবাদ



Friday, August 29, 2014

ISIS




ISIS 

(The Islamic State of Iraq and Syria)



ISIS, (sometimes known as ISIL and later renamed simply Islamic State) is a Jihadist militant group in Iraq and Syria influenced by the Wahhabi movement. It aims to establish a caliphate, or Islamic state in Sunni majority regions of Iraq and Syria. In June 2014, they seized control of Mosul, Fallujah and Tikrit in northern-Iraq in large scale military offensives.

http://www.24.ae/article/99620


Link of ISIS news:


NBC



Vocativ




Huffpost



Foreign Policy



Buzzfeed news



















http://www.mirror.co.uk/news/world-news/ill-first-female-executioner-briton-4081514

http://www.ndtv.com/article/world/many-officers-under-saddam-are-now-islamic-state-leaders-582917?pfrom=home-topstories

http://bigstory.ap.org/article/un-panel-crimes-against-humanity-spread-syria

 

http://www.ndtv.com/article/world/many-officers-under-saddam-are-now-islamic-state-leaders-582917?pfrom=home-topstories

http://english.alarabiya.net/en/News/middle-east/2014/08/28/Sinai-militants-claim-beheading-of-4-Egyptians.html

 

http://english.alarabiya.net/en/News/middle-east/2014/08/28/Sinai-militants-claim-beheading-of-4-Egyptians.html

http://www.bbc.com/news/world-middle-east-28965959

http://www.cfr.org/iraq/islamic-state-iraq-syria/p14811

The Daily Beast

http://www.thedailybeast.com/articles/2014/08/28/rape-and-sexual-slavery-inside-an-isis-prison.html

http://www.bbc.com/news/world-middle-east-28978941

Beheading of Christian in Syria

http://www.ndtv.com/article/world/us-identifies-citizens-who-have-joined-isis-in-syria-583542?pfrom=home-topstories

http://english.alarabiya.net/en/News/middle-east/2014/08/28/Sinai-militants-claim-beheading-of-4-Egyptians.html

http://www.huffingtonpost.co.uk/2014/08/27/isis-militants-carry-out-regular-friday-executions-amputations-and-mock-crucifixions-in-syria_n_5722638.html?ncid=fcbklnkushpmg00000014&ir=World

http://www.24.ae/article/99620/%D8%AF%D8%A7%D8%B9%D8%B4-%D9%8A%D9%86%D8%B4%D8%B1-%D8%B5%D9%88%D8%B1%D8%A9-%D8%B7%D9%81%D9%84-%D9%8A%D8%AD%D9%85%D9%84-%D8%B1%D8%A3%D8%B3%D8%A7%D9%8B-%D9%85%D9%82%D8%B7%D9%88%D8%B9-%D9%87%D9%83%D8%B0%D8%A7-%D9%8A%D8%AA%D8%B1%D8%A8%D9%89-%D8%A3%D8%B4%D8%A8%D8%A7%D9%84-%D8%A7%D9%84%D8%AE%D9%84%D8%A7%D9%81%D8%A9.aspx

Link for photos:
https://www.google.com/search?newwindow=1&site=&tbm=isch&source=hp&biw=1366&bih=584&q=isis+iraq&oq=ISIS+&gs_l=img.1.0.0l10.1348.4347.0.13833.5.5.0.0.0.0.317.1045.2-3j1.4.0....0...1ac.1.52.img..1.4.1045.VaYPdoYcUiU#newwindow=1&q=isis+killing+child&tbm=isch&facrc=_&imgdii=_&imgrc=b1f_sDp88SxatM%253A%3BknMqT4UJzBDwJM%3Bhttp%253A%252F%252Fimages.christianpost.com%252Ffull%252F74933%252Fchildren-iraq.jpg%253Fw%253D615%3Bhttp%253A%252F%252Fwww.christianpost.com%252Fnews%252Fisis-systematically-beheading-children-in-iraq-they-are-killing-every-christian-they-see-says-chaldean-leader-124594%252F%3B600%3B580